Durga Puja 2024 Theme: অযোধ্যার রাম মন্দির এবার এ জেলায়! বিরাট বাজেটে সাজছে দুর্গা মণ্ডপ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Durga Puja 2024 Theme: অযোধ্যার রাম মন্দির দেখার সুযোগ এখনও অনেকেরই হয়নি। তাই যারা এখনও অযোধ্যায় গিয়ে রাম মন্দির দেখতে পারেননি তাদের জন্য এবার জেলাতেই হচ্ছে এক টুকরো অযোধ্যার রাম মন্দির।
উত্তর দিনাজপুর: অযোধ্যার রাম মন্দির দেখার সুযোগ এখনও অনেকেরই হয়নি। তাই যারা এখনও অযোধ্যায় গিয়ে রাম মন্দির দেখতে পারেননি তাদের জন্য এবার জেলাতেই হচ্ছে এক টুকরো অযোধ্যার রাম মন্দির। অযোধ্যার রাম মন্দির এবার দেখা যাবে ইসলামপুর শহরের দেশবন্ধু পাড়ার আদর্শ সংঘে। যদিও এই রাম মন্দির অবশ্য অস্থায়ী। কারণ এবছর ইসলামপুর শহরের একটি দুর্গাপুজোর মণ্ডপে তৈরি হচ্ছে এই রাম মন্দিরের আদলে। তবে, শুধু রাম নয় এখানে মন্দিরে দেখতে পাবে ৫০ ফুট উচ্চতার রামমূর্তি ও হনুমান মূর্তিও।
আরও পড়ুনঃ ঝেঁপে আসছে ঝড়বৃষ্টি! বইবে প্রবল ঝোড়ো হাওয়া…! দক্ষিণে তোলপাড়! কোন কোন জেলায় বৃষ্টি? বলে দিল আলিপুর!
জানা যায়, ইসলামপুরের আদর্শ সংঘে এবার ৬০ তম দুর্গাপুজো। এ পুজো জেলার বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম। এবারে প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে এই রাম মন্দির। পুজো উদ্যোক্তরা জানান, গত বছর কলকাতায় যে রাম মন্দির করা হয়েছিল তার থেকেও উন্নতমানের তৈরি করা হবে এই মন্দির। যা বিগত বছরে কলকাতার সেই রাম মন্দিরকে ও টেক্কা দিতে চলছে । তবে প্রতিবছর যে পরিমাণে মানুষের ভীড় এবারের রাম মন্দির দেখতে তার থেকেও বেশি ভিড় হবে বলে আশা রাখছেন পুজো উদ্যোক্তরা।
advertisement
advertisement
প্রসঙ্গত বিগত বেশ কিছু বছর ধরেই থিমের লড়াই জারি রয়েছে জেলা জুড়ে। সেখানে পিছিয়ে নেই ইসলামপুরের আদর্শ সংঘ।। অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থী টানার প্রতিযোগিতায় উপর দিকেই থাকে এই কমিটির নাম। তাঁরা এবার তুলে ধরছেন দেশের অন্যতম চর্চিত সেই রাম মন্দির। যা এবার জেলা বাসিকে এক বিরাট চমক দেবে তা বলার অপেক্ষায় রাখেনা।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 4:30 PM IST
