North Dinajpur News: বল ভেবে গোলাকার বস্তুর বাড়ি নিয়ে আসে নাবালক, তারপরই ঘটে যায় সেই মারাত্মক ঘটনা

Last Updated:

বল ভেবে খেলতে গিয়ে পড়ে থাকা গোলাকার বস্তুর বিস্ফোরণে গুরুতর আহত হল এক নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালতোর গ্রামে।

গুরুতর আহত নাবালক
গুরুতর আহত নাবালক
 উত্তর দিনাজপুর: বল ভেবে খেলতে গিয়ে পড়ে থাকা গোলাকার বস্তুর বিস্ফোরণে গুরুতর আহত হল এক নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের শিয়ালতোর গ্রামে।
আহত নাবালকের পরিবার সূত্রে জানা গিয়েছে, আহত ওই নাবালকের নাম আখতার আলী। বয়স ১৩ বছর। স্থানীয় একটি মাদ্রাসায় সে অষ্টম শ্রেণীতে পড়ে। বুধবার বাড়ির বাইরে খেলতে গিয়ে ওই গোলাকারবস্তুটি কুড়িয়ে নিয়ে আসে আখ্তার, পরবর্তী সময়ে কুড়িয়ে পাওয়া বস্তুটি বাড়িতে নিয়ে এসে ঘরে নাড়াচাড়া করতেই ঘটে বিস্ফোরণ।
advertisement
advertisement
বিস্ফোরণের শব্দে আক্তারের মা ইউসুফা খাতুন ছুটে আসেন। তিনি দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে আছে। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আনা হয়। মা ইউসুফা বলেন, প্রতিদিনের মতো আজও বাইরে খেলতে গিয়েছিল ছেলে, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গোলাকার একটা বস্তু নিয়ে বাড়িতে আসে।ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোন অভিযোগ জানানো হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: বল ভেবে গোলাকার বস্তুর বাড়ি নিয়ে আসে নাবালক, তারপরই ঘটে যায় সেই মারাত্মক ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement