North Bengal: উড়ে গেল রাস্তা, ভেসে গেল জেসিবি মেশিন! টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ভয়াবহ রূপ তিস্তার
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
North Bengal: সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত। ফের জল বাড়লো খরস্রোতা তিস্তায়। জলের তলায় কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তাবাজারের রাস্তা।
সিকিম: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ও কালিম্পংয়ে বহু এলাকা। বন্ধ থাকবে রাস্তা। জলস্তর আরও বাড়ছে তিস্তার।
সূত্রের খবর অনুযায়ী, সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত। ফের জল বাড়লো খরস্রোতা তিস্তায়। জলের তলায় কালিম্পং ও দার্জিলিংয়ের সংযোগকারী তিস্তাবাজারের রাস্তা। আজও বন্ধ থাকবে কালিম্পং-তিস্তাবাজার-পেশক-জোরবাংলো-দার্জিলিংয়ের এই রুট।
advertisement
advertisement
তিস্তার ভয়াল রূপ নর্থ সিকিমে, উড়ে গেল রাস্তা। ভেসে গেল জেসিবি মেশিন। নর্থ সিকিম জুড়ে প্রবল বৃষ্টি। লাচেন ও থাঙ্গুর সংযোগকারী রাস্তা তৈরীর কাজ চলছিল। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল এই রাস্তাটি। ফের বৃষ্টির তোড়ে তিস্তায় ভেসে গেল জেসিবি মেশিন। ক্ষতিগ্রস্থ রাস্তা।
advertisement
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিই সঙ্গী উত্তরবঙ্গের। আপাতত বর্ষা কমার কোনও লক্ষণ নেই। জল বাড়ছে তিস্তা, তোর্সা, রায়ডাক, কালজানি, করলার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2024 9:17 AM IST







