বৃষ্টিতে বেহাল শিলিগুড়ি-মালদহ, জল বেড়েছে মহানন্দাতে
Last Updated:
#শিলিগুড়ি: আলিপুরদুয়ার, কোচবিহারের মত ব্যপক নয়। কিন্তু বৃষ্টিতে বেহাল শিলিগুড়ি, মালদহ, দুই দিনাজপুরও।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি। জল বেড়েছে মহানন্দাতে। জল জমেছে শহরের বিভিন্ন প্রান্তে। নীচু জায়গায় জল ঢুকেছে। কারও বাড়িতে হাঁটুজল। বৃষ্টির জেরে জল ঢুকে যায় সিঙিঝোরা চা বাগানে।
সকাল থেকে আকাশ মেঘলা। তারপর বজ্রবিদ্যুত সহ বৃষ্টি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। আত্রেয়ী, টাঙ্গন নদীর জল সামান্য বেড়েছে।
advertisement
উলটো ছবি উত্তর দিনাজপুরে। জেলাতে বৃষ্টি হয়নি। তবে মঙ্গলবারের বৃষ্টির পর খুশি ধানচাষীরা।
advertisement
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মালদহ। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। বিিভন্ন স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। জেলার বিভিন্ন ব্লকে টানা বৃষ্টিতে জল জমেছে। পুরোন মালদহের মহিষবাথানিতে বাজ পড়ে মৃত্যু এক মহিলার।
উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রেখেছে রাজ্য সরকার। জেলাশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা। তবে বিপদ এড়াতে সব রকম ব্যবস্থা রেখেছে রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 10:42 PM IST