Siliguri News: পিএফ থেকে লোন নিয়ে গড়লেন হাব! শিলিগুড়ির টেবিল টেনিসের স্বর্ণযুগ ফেরাতে বড় উদ্যোগ এই প্রাক্তন খেলোয়াড়ের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
পিএফ থেকে লোন নিয়ে বাড়িতেই গড়লেন 'ট্যালেন্ট স্কাউট টেবিল টেনিস হাব'
শিলিগুড়ি: টেবিল টেনিসের শহর হিসেবে শিলিগুড়ির নাম একসময় ভীষণ উজ্জ্বল ছিল। বহু প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড় উঠে এসেছেন এই শহর থেকে। একের পর এক খেলোয়াড় জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। অলিম্পিকও খেলেছেন দুজন। সঠিক পরিকাঠামোর অভাবে কিন্তু এখন আর এই শহর থেকে তেমন খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। তাই এবার নিজের উদ্যোগে টেবিল টেনিস অ্যাকাডেমি খুললেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ। নিজের পিএফ থেকে লোন নিয়ে বাড়িতেই ‘ট্যালেন্ট স্কাউট টেবিল টেনিস হাব’ নামে অ্যাকাডেমি চালু করেছেন তিনি।
মান্তু বরাবর স্টেডিয়ামে বোর্ড বসিয়ে অনুশীলন করাতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনিক ভাবে কোনও সাহায্য তিনি পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও দক্ষিণবঙ্গে অ্যাকাডেমি চালু হলেও উত্তরবঙ্গে হয়নি। এদিকে শিলিগুড়িতে টেবিল টেনিসের মান কিন্তু ধীরে ধীরে পড়তেই থাকে। তবে খেলোয়াড়দের আগ্রহ রয়েছে দেখেই নিজে লোন নিয়ে বাড়িতেই অ্যাকাডেমি চালু করেছেন মান্তু। শহরের খেলোয়াড়েরা একসঙ্গে অনুশীলন না করায় বাইরে খেলতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। তাই শিলিগুড়িতে আগের মত আর ট্রফি, মেডেল আসছে না বলে দাবি। এই কারণেই, অত্যাধুনিক অ্যাকাডেমি খুলেছেন মান্তু।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁর অনুশীলন কেন্দ্রে জাতীয় দলের কোচ তথা মান্তুর স্বামী সুব্রত রায়, মান্তু-সহ আরও ৪ জন কোচ থাকবেন। মান্তু বলেন, “আমার স্বপ্ন ছিল অ্যাকাডেমি গড়ার। অবশেষে তা পূরণ হল। আমরা ৮টা বোর্ড বসিয়ে সকলকে একযোগে অনুশীলন করাব। যাতে বাইরে গিয়ে তাঁরা সফল হতে পারেন। আমরা বাচ্চাদেরও নিচ্ছি। যাদের গোড়া থেকে তৈরি করা যাবে। পাশাপাশি যাঁরা ভারতীয় র্যাঙ্কের খেলোয়াড় তাঁরাও এখানে অনুশীলন করতে পারবেন।”
advertisement
প্রসঙ্গত, এই অ্যাকাডেমিতে সিন্থেটিক ফ্লোর, আমেরিকান টেবিল, রোবট মেশিন-সহ প্রজেক্টর বসানো হবে। দুজন ফিজিও থাকবেন সবসময়। আপাতত ৬০ জন খেলোয়াড় নিয়ে এই অ্যাকাডেমি শুরু হচ্ছে। তবে মেয়েদের সংখ্যা আগের থেকে কমেছে বলে আক্ষেপ মান্তুর। তিনি চান ছেলেদের পাশাপাশি মেয়েরাও আরও বেশি খেলতে আসুক।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 5:15 PM IST
