Indian army record: গর্বিত হবেন আপনিও! পাহাড়ের উপর ৭২ ঘণ্টায় তৈরি হল সেতু, রেকর্ড গড়ল ভারতীয় সেনা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Indian army record: সেতুটি তৈরি হওয়ায় উত্তর সিকিমের সঙ্গে সাংকালাংয়ের পুনরায় যোগাযোগ স্থাপন হল। আপার জংগু ও লোয়ার জংগুকে জুড়তে ফিডাঙয়ে ওই বেইলি ব্রিজটি তৈরি করা হয়।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে ত্রিশক্তি কর্পসের কর্নেল গৌরভ রাঠৌর বলেন, "সিকিমে এটা দ্বিতীয় সবচেয়ে দীর্ঘ বেইলি সেতু। এর আগে তিস্তার হড়পা বানে ওখানে থাকা সেতু ক্ষতিগ্রস্ত হয়। সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সেখানে যোগাযোগ পুনরায় স্থাপন করা প্রয়োজন ছিল। মঙ্গলবার থেকে ত্রিশক্তি কর্পসের জওয়ানরা ও বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ানরা মিলে সেতু নির্মাণের কাজ শুরু করে। বৃহস্পতিবার সেতুটি দিয়ে যাতায়াত শুরু হয়েছে।"
advertisement
