Sawan Yatra: শ্রাবণী যাত্রা হবে আরও মসৃণ! রাজ্য সরকারের উদ্যোগেে প্রস্তুত নতুন সেতু
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শ্রাবণী মেলার আগেই জল্পেশ মন্দিরে যাওয়ার পথে খুলছে নতুন সেতু। পুণ্যার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ এবার কাটবে। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে পাকা সেতু ও উন্নত রাস্তা।
সুরজিৎ দে, জলপাইগুড়ি: খুলতে চলেছে জল্পেশে সহজ যাত্রার দ্বার! শ্রাবণী মেলার আগেই পুণ্যার্থীদের জন্য দারুন সুখবর। উদ্বোধন হতে পারে নতুন সেতুর। ভক্তদের মহাদেব দর্শন হবে আরও সহজ। আর ক’দিন বাদেই উত্তরবঙ্গের আস্থা ও ভক্তির প্রতীক জল্পেশ মন্দিরে এবছরও শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী জল্পেশে জল ঢালতে ভিড় করেন শ্রাবণের সোমবার। সেই মেলাকে ঘিরেই এবার এক বড়সড় স্বস্তির খবর পুণ্যার্থীদের জন্য।
দীর্ঘদিন ধরে পুণ্যার্থীদের কাছে এক বড় সমস্যা ছিল জল্পেশ যাওয়ার রাস্তায় জর্দা নদীর উপরে দুর্বল সেতুটি। বড় যানবাহন চলাচলের অযোগ্য সেই সেতুর কারণে প্রতি বছরই সমস্যার মুখে পড়তেন ভক্তরা। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। রাজ্য সরকারের উদ্যোগে প্রায় কোটি বেশি খরচে টাকারও বেশি খরচে তৈরি হয়েছে নতুন পাকা সেতু এবং সম্প্রসারিত হয়েছে সংলগ্ন রাস্তা। পাশাপাশি, নদী পাড় বাঁধিয়ে দেওয়া হয়েছে দুইপাশ থেকে, যাতে বর্ষাকালে জলস্ফীতি জনজীবনে প্রভাব না ফেলে।
advertisement
advertisement
জেলা পরিষদের সদস্যদের তরফে জানানো হয়েছে, শ্রাবণী মেলার আগেই নতুন সেতুর উদ্বোধন হতে পারে। ফলে এবছর আর অতীতের মতো দুর্ভোগে পড়তে হবে না পুণ্যার্থীদের।ইতিমধ্যেই জল্পেশ মন্দির চত্বরে শুরু হয়েছে সাজসজ্জার কাজ, চলছে আলোকসজ্জা ও অস্থায়ী পরিষেবা কেন্দ্র তৈরির তোড়জোড়।এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 12:44 PM IST
