South Dinajpur News: শহরের বাজারে যেন এক উৎসবের চেহারা! শীতের নলেন গুড়ের মিষ্টির ব্যাপক চাহিদা

Last Updated:

নলেন গুড়ের মিষ্টির স্বাদ শীতকালে আলাদা এক অভিজ্ঞতা দেয়

+
নলেন

নলেন গুড়ের মিষ্টি

দক্ষিণ দিনাজপুর: শীত পড়তে না পড়তেই উত্তরবঙ্গ জুড়ে নলেন গুড়ের মিষ্টান্নের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। তেমনই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরও তার ব্যতিক্রম নয়। শীতের আমেজ পড়তেই বালুরঘাটের বাজার জমে উঠেছে নলেন গুড়ের মিষ্টান্নে। শীতে খাবার বলতেই প্রথম যেটি মাথায় আসে, সেটি হল নলেন গুড়। ঘরের পিঠে-পুলি, পায়েস তো বটেই, দোকানের রকমারি মিষ্টি তৈরিতেও তার মহিমা কম নয়। ডিসেম্বরের শুরু থেকেই শহরের বিভিন্ন মিষ্টির দোকানে নলেন গুড়ের তৈরি টাটকা মিষ্টির চমক দেখা যাচ্ছে। বালুরঘাটের একাধিক মিষ্টির দোকান ঘুরে জানা গেছে, শীতের মরসুমে নলেন গুড়ের রসগোল্লা থেকে সন্দেশ মিষ্টি বিক্রি জমজমাট।
এবিষয়ে মিষ্টি বিক্রেতা জানান, “শীতকালে নলেন গুড়ের মিষ্টির চাহিদা এতটাই বেড়ে যায় যে বছরের অন্যান্য সময়ের চেয়ে এইসময় বেশি করে তৈরি করতে হয়। যাঁদের ব্লাড সুগার রয়েছে, তাঁরাও সব ভুলে এক আধদিন স্বাদ নেন নলেন গুড়ের রসগোল্লা এবং সন্দেশের। সারা বছরই সাদা রসগোল্লা ও কাঁচা সন্দেশের সঙ্গে সঙ্গে ঝাল রসগোল্লা ও বিভিন্ন স্বাদের সন্দেশ তৈরি হয়। কিন্তু শীতকালে নলেন গুড়ের রসগোল্লা এবং শুকনো সন্দেশ জাতীয় মিষ্টির চাহিদা বাকিগুলিকে ছাপিয়ে যায়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্রেতারা জানাচ্ছেন, নলেন গুড়ের মিষ্টির স্বাদ শীতকালে আলাদা এক অভিজ্ঞতা দেয়। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তৈরি নলেন গুড়ের গুণগত মান এবং মিষ্টির স্বাদ সারা বাংলায় জনপ্রিয়। নলেন গুড়ের মিষ্টান্নের বাজার যে শুধু শীতের আমেজে সীমাবদ্ধ তা নয়, বরং এটি স্থানীয় অর্থনীতির সঙ্গেও জড়িত। বড় আকারের রসগোল্লা এবং নলেন গুড়ের মিহি সুবাসে ভরা সন্দেশ শহরের ক্রেতাদের নজর কেড়েছে। শীতের সকালে এক কাপ চায়ের সঙ্গে নলেন গুড়ের মিষ্টান্ন উপভোগ করার জন্য মানুষের মধ্যে আলাদা উৎসাহ দেখা যায়। ফলে শহরের বাজারে শীতের নলেন গুড়ের মিষ্টান্ন যেন এক উৎসবের চেহারা নিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শহরের বাজারে যেন এক উৎসবের চেহারা! শীতের নলেন গুড়ের মিষ্টির ব্যাপক চাহিদা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement