Malda News: শরীরের আঘাতের চিহ্ন! জলাশয় থেকে উদ্ধার ২ যুবকের দেহ, খুন না দুর্ঘটনা? এলাকায় চাঞ্চল্য
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: খুন না পথ দুঘর্টনায় মৃত্যু! রাত থেকে নিখোঁজ থাকার পর সকালে কালভার্টের নীচে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ। জলাশয় থেকে উদ্ধার একটি বাইকও।
মালদহ, জিএম মোমিন: খুন না পথ দুঘর্টনায় মৃত্যু! রাত থেকে নিখোঁজ থাকার পর সকালে কালভার্টের নীচে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ। জলাশয় থেকে উদ্ধার একটি বাইকও। পরিবারের আশঙ্কা খুন করা হয়েছে দুই বন্ধুকে। তবে যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই বন্ধুর নাম রাজু ঘোষ(২৭) এবং বিবেক মণ্ডল(৩০)। বাড়ি মোথাবাড়ির মণ্ডল পাড়া এলাকায়। পরিবারের তরফে জানা গিয়েছে, মৃত বিবেক মন্ডল ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ছিল। অন্যদিকে রাজু ঘোষ একটি বেসরকারি ফাইনান্সে কাজ করত। গতকাল রাত্রে দুই বন্ধু মিলে একটি বাইকে করে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকে আর ঘরে ফেরেনি।
advertisement
মৃতদের আত্মীয় জানান,”এদিন রাত থেকে নিখোঁজ ছিল ওই দুই বন্ধু। তাঁদের মা রাতে বাড়িতে খোঁজ নিতে আসে। ছেলে প্রায় গভীর রাতে বাড়ি ফিরত। কোনও দিন রাত ১২ টা কোনও দিন রাত ২ টা। তবে এদিন রাত ৯ টার পর বেরিয়ে আর বাড়ি ফেরেনি তারা। এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাদের দেহ উদ্ধার হয়েছে। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি, যদি পথ দুর্ঘটনা হত তাহলে বাইকের ক্ষতি হত। মনে হচ্ছে যে তাকে কেউ বা কারা খুন করেছে। তবে আসল বিষয়টি পুলিশি তদন্তের পর জানা যাবে।”
advertisement
advertisement
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মোথাবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে। তবে খুন নাকি পথ দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 4:48 PM IST