সরকার নির্দেশ দিলেও মিষ্টির দোকান বন্ধ কোচবিহারে
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
এরই মধ্যে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মিষ্টি দোকান খোলার নির্দেশিকা জারি হয়েছে। তবে কারিগররা আতঙ্কে বাড়ি থেকে আসবেন না বলেই সাফ জানিয়েছেন মালিকদের।
#কোচবিহার: সরকারি নির্দেশিকা আছে৷ তবে বাস্তবে সেই নির্দেশ মেনে মিষ্টি দোকান খোলা থাকছে না। কোচবিহার জেলার ছবিটা এমনই। করোনা সাবধানতায় মিষ্টির দোকানগুলি অন্যান্য দোকানের মত বন্ধ হয়ে যায়। মিষ্টির কারিগররাও বাড়ি চলে যান।
এরই মধ্যে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মিষ্টি দোকান খোলার নির্দেশিকা জারি হয়েছে। তবে কারিগররা আতঙ্কে বাড়ি থেকে আসবেন না বলেই সাফ জানিয়েছেন মালিকদের। কারিগরের অভাবেই বন্ধ থাকছে অধিকাংশ বড় মিষ্টি প্রতিষ্ঠানগুলি। ব্যবসায়ীদের আরেকটি অংশ মনে করছে সরকারি নিয়মে যে সময় দোকান খোলা রাখার কথা সেই সময় মূলত দোকানগুলিতে বিক্রি হয় পরোটা-সিঙাড়া। যার কদর মূলত থাকে শ্রমিক দিনমজুর ও ব্যবসায়ীদের। তবে করোনার জেরে বন্ধ কাজ৷ তাই দোকান খুলে লোকসানের মধ্যে পরতে হবে এমন আশঙ্কাও করছেন কেউ কেউ।
advertisement
বড় প্রতিষ্ঠানগুলি খোলা হলে সামাজিক দুরত্ব তাদের পক্ষে মেনে চলাও মুশকিল হতে পারে বলে অনুমান। তবে বড় প্রতিষ্ঠানগুলি এই নির্দেশের পরেও দোকানের তালা খুলতে নারাজ হলেও জেলার ছোট ও মাঝারি দোকান খুলতে পারে বলে অনুমান। তাতে এই দুঃসময়ে অল্প হলেও মুখ মিষ্টি হতেই পারে কিছু এলাকায়৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 11:34 AM IST