টোল প্লাজায় গভীর রাতে দুষ্কৃতী হামলা, টাকা চুরি ! গ্রেফতার এক !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
টোল ট্যাক্স না দিয়ে গাড়ি নিয়ে যেতে চাওয়ায় বাধা দেওয়াতে এলাকা থেকে লোকজন এনে হামলা করে দুষ্কৃতীরা
#ডালখোলা: উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর টোল প্লাজাতে গভীর রাতে দুষ্কৃতী হামলা হয়।দুষ্কৃতীরা কর্মরত কর্মচারীদেরকে ব্যাপক মারধর করে টোল প্লাজার টাকা ছিনতাই করে বলে অভিযোগ।পুলিশের কাছে টোলপ্লাজা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেন। ধৃতকে আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।পুলিশের হাতে সি সি টিভি ফুটেজ তুলে দেওয়া হয়। পুলিশি তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, গতকাল অধিক রাতে স্থানীয় কিছু মানুষ টোলপ্লাজায় হামলা চালায় বলে অভিযোগ।টোলপ্লাজার কর্মী পঙ্কজ কুমারকে তারা বেধরক মারধর করে। সহকর্মীরা তাদের বাধা দিতে গেলে তাদেরকেও শারীরিকভাবে নিগৃহিত করা হয় বলে অভিযোগ।দুষ্কৃতীরা টোলপ্লাজার বেশ কিছু টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনার পর টোলপ্লাজা কর্তৃপক্ষ ডালখোলা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। টোলপ্লাজার সি সি টিভি ফুটেজে পুরো ঘটনা দেখা যায়। পুলিশের হাতে সি সি টিভি ফুটেজ তুলে দেয়। পুলিশে ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। ডালখোলা থানার পুলিশ আবিদ আলম নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ধৃতকে আজ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ডালখোলা থানার পুলিশ জানিয়েছেন,টোলপ্লাজার টাকা নিয়ে কর্মীদের সঙ্গে বচসাকে কেন্দ্র করে হাতাহাতি হয়েছে। টাকা ছিনতাইয়ের কোন ছবি সি সি টিভি ফুটেজে পাওয়া যায়নি।টোলপ্লাজা কর্তৃপক্ষ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে বলে ডালখোলা পুলিশ জানিয়েছেন।বাকি অভিযুক্তরা পলাতক। আহত পঙ্কজ কুমার জানিয়েছেন,টোল ট্যাক্স না দিয়ে গাড়ি নিয়ে যেতে চাওয়ায় বাধা দেওয়াতে এলাকা থেকে লোকজন এনে তাদের উপর হামলা করে দুষ্কৃতীরা !
advertisement
UTTAM PAUL
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2020 11:27 PM IST