Migrant Labour Death: বাড়ি ফেরার তিনদিন আগে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Last Updated:

Migrant Labour Death: মৃতের বাড়ি মালদহের রতুয়া-২ ব্লকের পুখুরিয়া পঞ্চায়েতের নূরদ্দিপুর গ্রামে। দীর্ঘদিন ধরেই তিনি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেতেন

মৃত শ্রমিকের শোকাহত পরিবার
মৃত শ্রমিকের শোকাহত পরিবার
মালদহ: চলতি সপ্তাহেই বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু তার ঠিক তিন দিন আগে কাজ করার সময় তরিদাহত হয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। রতুয়ার উত্তম রবিদাস পাটনায় ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। আর সেই কাজ করতে গিয়েই মর্মান্তিকভাবে মৃত্যু হল তাঁর।
মালদহের পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্যর ঘটনা দেখেছে রাজ্য সেই তালিকায় যোগ হল আরও একটি নাম। উত্তম রবিদাসের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতের বাড়ি মালদহের রতুয়া-২ ব্লকের পুখুরিয়া পঞ্চায়েতের নূরদ্দিপুর গ্রামে। দীর্ঘদিন ধরেই তিনি ভিন রাজ্যে পরিয়াযী শ্রমিকের কাজ করেতেন। মূলত হাই ভোল্টেজ ইলেক্ট্রিক টাওয়ার ও লাইনের কাজ করতেন ওই ব্যক্তি। মৃতের আত্মীয় মানু রবিদাস বলেন, পাটনায় গিয়েছিল ইলেকট্রিশিয়ানের কাজ করতে। চলতি সপ্তাহে বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক শক লাগার সঙ্গে সঙ্গেই সহকর্মীরা উত্তম রবিদাসকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। এদিন তাঁর দেহ পাটনা থেকে মালদহে বাড়িতে এসে পৌঁছয়।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Migrant Labour Death: বাড়ি ফেরার তিনদিন আগে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement