Coochbehar News: বড়দিনের আগেই কোচবিহারের রাস্তায় দাঁড়িয়ে সান্তা, কেকের বদলে হাতে চারাগাছ...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
কোচবিহারের এক স্বেচ্ছাসেবিক সংগঠন ও আয়ুষ বিভাগের তুলসী গ্রাম ও ভেষজ সুরক্ষা প্রকল্পের এই অভিনব উদ্যোগে খুশি শহরের মানুষ
কোচবিহার: বড়দিনের আগেই কোচবিহারের রাস্তায় দেখা মিলল সান্তাক্লজের। তবে পিঠে ব্যাগ বা ঝুলি নেই, হাতে রয়েছে ভেষজ গাছের চারা। রাস্তায় দাঁড়িয়ে বিতরণ করলেন ভেষজ গাছের চারা। পথ চলতি মানুষ, স্কুল পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকাদের বিতরণ করা হয় এই চারা গাছগুলি।
কোচবিহারের এক স্বেচ্ছাসেবিক সংগঠন ও আয়ুষ বিভাগের তুলসী গ্রাম ও ভেষজ সুরক্ষা প্রকল্পের এই অভিনব উদ্যোগে খুশি শহরের মানুষ। ডাঃ বাসব কান্তি দিন্দার তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সুস্বাস্থ্য ও স্বনির্ভরতার ভেষজ উদ্ভিদের বাগান করছেন। এই ভেষজ গাছের উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে সকলকে অবগত করার জন্যই এমন উদ্যোগ। মূলত বড়দিনকে কেন্দ্র করে সান্তার মাধ্যমে ভেষজ উদ্ভিদ বিতরণ করে সকলের মধ্যে এক আলাদা বার্তা দেওয়া হল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য সমীর রাউত জানান, বর্তমান সময়ে প্রত্যেকের বাড়িতে ভেষজ গাছ রাখা খুব জরুরি। এই সব গাছ মানুষের নানা উপকারে লাগে। এছাড়া বাড়িতেই এই গাছগুলি খুব সহজেই লাগানো সম্ভব। খুব একটা বেশি পরিচর্জার প্রয়োজন দরকার হয় না। তাই এই বিষয়গুলি সাধারণ মানুষকে বোঝানো হল। বড়দিন উপলক্ষ্যে সংগঠনের এক সদস্যকে সান্তাক্লজ বানিয়ে এই চারা গাছগুলি বিতরণ করা হয়। কোচবিহারের এক স্কুল শিক্ষক শ্যামল দেব জানান, এই গাছগুলির গুরত্ব অপরিসীম। তাই সকলের বাড়িতে এই গাছগুলি রাখা অত্যন্ত প্রয়োজন। এইভাবে সান্তাক্লজের হাত দিয়ে চারা গাছ বিতরণ করা দারুণ উদ্যোগ। এর ফলে সহজেই সকলের নজর কাড়া গিয়েছে।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2023 6:29 PM IST