Alipurduar News: বড়দিনের আগে জমজমাট ফুলের বাজার, দেদার বিক্রিতে খুশি ব্যবসায়ীরা
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বড়দিনের আগে ফুল বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছেন শামুকতলার ব্যবসায়ীরা। প্রতিবছরই শামুকতলা বাজারে এই ফুলের বাজার বসে
আলিপুরদুয়ার: ক্রিসমাসের সাজসজ্জায় ব্যবহৃত হয় ফিতে, বেল, ট্রি, বল, সান্তাক্লজের টুপি। তবে এই সব কিছু ছাপিয়ে ক্রিসমাসের সাজসজ্জায় ফুলের ভূমিকা অনস্বীকার্য। এখনও গির্জা, বাড়ি সাজিয়ে তুলতে ব্যবহার করা হয় রঙবাহারি ফুল। এই রঙবাহারি ফুলের বাজার বসেছে শামুকতলায়।জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুল ব্যবসায়ীরা আসছেন এই বাজারে।
বড়দিনের আগে ফুল বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছেন শামুকতলার ব্যবসায়ীরা। প্রতিবছরই শামুকতলা বাজারে এই ফুলের বাজার বসে। সায়ন দেবনাথ নামে এখানকার এক ফুল ব্যবসায়ী জানান, ক্রিসমাস উপলক্ষে সাতদিন আগে বাজারে আসি আমরা। ১ জানুয়ারি পর্যন্ত চলে বাজার। শীতের ফুলগুলি নিয়ে আসি। বেশি দামি ফুল আনতে পারি না। কারণ যারা ক্রেতা তাঁদের অর্থনৈতিক অবস্থাটাও আমাদের বুঝতে হয়। এবারের যা বিক্রি বাটা হচ্ছে তাতে তিনি যথেষ্ট খুশি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শামুকতলা বাজারে গেলেই দেখা মিলবে নানান রঙের ফুলের। রয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, জিনিয়া, কসমসের মত ফুলগুলি। হলুদের নানা শেড, কমলা এবং লাল রঙের গাঁদা এসেছে। পাপড়ির সংখ্যা ভেদে সিঙ্গেল ও ডবল- দুই রকম গাঁদা পাওয়া যাচ্ছে। গোলাপি, সাদা, বেগুনি রঙের জিনিয়া ও চন্দ্রমল্লিকা মিলছে। লম্বা ও চিকন ডাঁটার উপর দেখতে ভীষণ সুন্দর কসমস ফুল বিক্রি হচ্ছে। লাল ও নীল রঙের ফুল হয় এই কসমসের। চন্দ্রমল্লিকায় রয়েছে ছোট ও বড় আকার।ছোট আকারের ফুলের দাম কম। গাঁদা ফুল ৪০ টাকা, চন্দ্রমল্লিকার ছোটটি ৬০ টাকা ও বড়টি ৮০ টাকায় দরে বিক্রি হচ্ছে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2023 6:18 PM IST









