Siliguri News: ঐতিহ্যে ছেদ, রাতের বদলে দিনের আলোয় সারতে হবে বনদুর্গার পুজো!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
ব্রিটিশ আমলে এই পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানি ও ভবানী পাঠক। সেই থেকে এখনও পর্যন্ত প্রতি বছর বৈকুন্ঠপুরের গভীর জঙ্গলে এই পুজো হয়েছে আসছে
শিলিগুড়ি: দিল্লি ভিটা, চাঁদের খাল জায়গাটি সকলের কাছে অপরিচিত হলেও বনদুর্গার মন্দির হিসেবে সকলেই জায়গাটি চেনেন। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে এই মন্দিরে বনদুর্গার পুজো হয়। কথিত আছে, দেবী চৌধুরানি নৌকা করে করতোয়া নদী হয়ে এখানে আসতেন। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানির গোপন আস্তানা ছিল এই জায়গা। তখন অবশ্য ঠুনঠুনি মা বলে এখানে দেবী পুজিত হতো। এখন এটি বনদুর্গা বলেই সকলের কাছে পরিচিত। বৈকুন্ঠপুরের জঙ্গলের মাঝে এর অবস্থান।
ব্রিটিশ আমলে এই পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানি ও ভবানী পাঠক। সেই থেকে এখনও পর্যন্ত প্রতি বছর বৈকুন্ঠপুরের গভীর জঙ্গলে এই পুজো হয়েছে আসছে। প্রথমে এই পুজোকে ঠুনঠুনির পুজো বলা হতো। তবে বর্তমানে একে বনদুর্গা মায়ের পুজো বলে ডাকা হয়। প্রথা মেনে আগামী ২৬ ডিসেম্বর বনদুর্গার পুজো হবে। তবে দিনে নয়, রীতি মেনে রাতেই হবে এই পুজো। এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির তরফে বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়েছে। উল্লেখ্য করোনার সময় সরকারি নির্দেশে রাতের বদলে দিনে পুজো করতে বাধ্য হয়েছিলেন উদ্যোক্তারা। তবে এবার তাঁরা পুরনো নিয়মে ফিরতে চাইলেও সরকারি ছাড়পত্র পাওয়া যায়নি। ফলে দিনেই সারতে হবে ঐতিহ্যবাহী বনদুর্গার পুজো।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বনবাসীদের রক্ষার স্বার্থেই এই পুজার প্রচলন করেছিল ওই এলাকার বনবাসীরা। পুজোর দিন সন্ধে নামলে বৈকুন্ঠপুর জঙ্গলে নামে ভক্তদের ঢল।সারারাত্রি চলে মায়ের পুজো। দুরদুরান্ত থেকে ভক্তরা গাড়ি, বাইক, পায়ে হেঁটে জঙ্গল পথে হাজির ন পুজোর স্থানে। তবে এবার সব পরিকল্পনায় জল ঢেলে দিল বিন দফতর। বন্যপ্রানীর হামলা হতে পারে, তাই রাতে পুজোর ছারপত্র দেওয়া হয়নি। যদিও উদ্যোক্তারা এখনই হাল ছাড়তে নারাজ।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2023 6:10 PM IST