#বড়ঞা: গোপন সূত্রে খবর পেয়ে ১১৫০ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল বড়ঞা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বারো চাকা ট্রাক।শনিবার ভোররাতে কুলি মোড়ের কাছে ট্রাকটি আটক করে পুলিশ। ওই ট্রাক থেকে ১১৫ টি গাঁজা ভরতি প্যাকেট মিলেছে। প্রত্যেকটি প্যাকেটে ১০কেজি করে গাঁজা ছিল।সমস্ত গাঁজা বাজেয়াপ্ত করে ট্রাকের চালক আব্দুল রহমান ও সহকারী নূর বাসারকে গ্রেফতার করে পুলিশ।
চালক আব্দুল রহমানের বাড়ি উত্তরপ্রদেশের খড়দানি এলাকায়,নূর বাসারের বাড়ি বিহারের সিওয়ানে। শনিবার সাংবাদিক বৈঠক করে কান্দির এসডিপিও কুমার নানা রাজ জানান আসাম থেকে ট্রাকটি করে গাজ মুর্শিদাবাদে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। ধৃত ট্রাকচালক আব্দুল রহমানের বাড়ি উত্তরপ্রদেশের খড়দানি এলাকায় ও নূর বাশারের বাড়ি বিহারের সিওয়ানে।ধৃতদের শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ গাঁজা পাচার চক্রের কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Marijuana