Mango Festival: আম চিনতে পড়ুয়াদের জন্য আমের মেলা! উপভোগ করল কচিকাঁচারা
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Mango Festival: আম্রপালি, লক্ষণভোগ, হিমসাগর, দৌসরি, ল্যাংড়া সহ বিভিন্ন ধরনের আম নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের সেই আমগুলো চেনানো হয় এবং আম নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়
উত্তর দিনাজপুর: আম খেতে তো ছোট বড় সকলেই ভালবাসে। কিন্তু কোন আমের কি নাম? আমাদের রাজ্যের কোন আমগুলো জিআই ট্যাগ যুক্ত? অথবা আমকে ফলের রাজা কোন কবি আখ্যা দিয়েছেন? এই প্রশ্নের উত্তরগুলো জানা আছে আপনার?
অনেকেই হয়ত এই প্রশ্নের উত্তরগুলো জানেন না। তবে এবার আম নিয়ে বাচ্চাদের বিভিন্ন বিষয়ে ছোট ছোট তথ্য দিতে কালিয়াগঞ্জের তরঙ্গপুরে অবস্থিত বড়াল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হল আম উৎসব। সরকারি বিদ্যালয়ে বিভিন্ন আম ও আমের গুনাগুন সম্পর্কে বাচ্চাদের অবগত করাতে অভিনব উপায় বসেছিল আমের আসর। যেখানে আম্রপালি, লক্ষণভোগ, হিমসাগর, দৌসরি, ল্যাংড়া সহ বিভিন্ন ধরনের আম নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের সেই আমগুলো চেনানো হয় এবং আম নিয়ে কুইজ প্রতিযোগিতাও রাখা হয়।
advertisement
advertisement
এদিন স্কুলের একটি ক্লাসরুমকে আমের বিভিন্ন ধরনের ছবি দিয়ে সাজানো হয়। এই আম উৎসবে অংশগ্রহণ করেছিল স্কুলের প্রায় দেড়শো থেকে দুশোজন বাচ্চা। বড়াল প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ সন্দীপ ভট্টাচার্য জানান, বিদেশে সাধারণত এই আম উৎসব পালন হয়। তা অনুসরন করে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু বাচ্চারাই নয়, অনেকেই আছেন যারা আমের নাম জানেন না। তাই আম নিয়ে এদিন এই উৎসবে বিভিন্ন ধরনের আমের বিষয়ে আলোচনা করা হয়েছিল। আগামী দিনে যদি কেউ এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করতে চায় বা হর্টিকালচার লাইনে যেতে চায় তাহলে তারা কিভাবে পড়াশোনা করবে সে বিষয়গুলো ছাত্র-ছাত্রীদের জানানো হয়।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 06, 2024 4:32 PM IST







