Mango Cultivation: আম কোথায়! বাগানে বাগানে শুধুই হতাশা...চাষি থেকে খাদ্য রসিক মাথায় হাত সবার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Mango Cultivation: বাগানগুলিতে যে পরিমাণে আম রয়েছে তাতে গত বছরের তুলনায় এই বছর প্রায় অর্ধেক ফলন হবে। ব্যবসায়ীদের অনুমান এই বছর মালদহে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন আমের ফলন হতে পারে
মালদহ: আমের ক্ষেত্রে এমনিতেই বলা হয়, এক বছর ফলন ভাল হলে পরের বছর তা কমবেই। গত বছর মালদহের প্রতিটি আমবাগান উপচে পড়েছিল ফলে। কিন্তু এ বছর ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে। ফলে দুশ্চিন্তায় কৃষকরা। অধিকাংশ গাছেই নতুন পাতা ধরেছে। বাগানে নেই আম। যেটুকু আম হয়েছিল প্রচন্ড দাবদাহে তাও ঝরে পড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে, এবার হয়ত মালদহের আম সস্তায় মিলবে না। গত বছরের তুলনায় এবছর ৫০ শতাংশের কম আমের ফলন হবে বলে আশঙ্কা। এখন থেকেই মাথায় হাত পড়েছে জেলার আম চাষিদের। কারণ আগে থেকেই আম বাগানের লিজ নেওয়া রয়েছে। আমের পর্যাপ্ত ফলন না হলে লোকসানের মুখে পড়তে হবে।
advertisement
মালদহ ম্যাংগো মার্চেন্টের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, আবহাওয়ার খামখেয়ালিপনায় এই বছর আমের ফলন অনেক কম হবে। আমের দাম বৃদ্ধি পেলেও ব্যবসায়ী ও আম চাষিরা লোকসানের মুখে পড়বেন। কারণ ফলন কম হচ্ছে।
advertisement
মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার খামখেয়ালির কারণে চলতি মরশুমে মালদহের আমের ফলনে ঘাটতি হয়েছে। মরশুমের প্রথম থেকেই আবহাওয়া আমের পক্ষে অনুকূল ছিল না। এই বছর শীত অনেক দেরিতে বিদায় নিয়েছে। আমের মুকুল আসতে দেরি হয়েছে। পরবর্তীতে টানা খরার জন্য অধিকাংশ আম গাছের শুকিয়ে গিয়েছে। বৃষ্টির অভাবে আমের বৃদ্ধিতে ঘাটতি দেখা দিয়েছে। অধিকাংশ বাগানের আমে কীটপতঙ্গের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই সমস্ত কারণের জন্য এই বছর আমের ফলনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।
advertisement
জেলার আম ব্যবসায়ীরা বলছেন, বাগানগুলিতে যে পরিমাণে আম রয়েছে তাতে গত বছরের তুলনায় এই বছর প্রায় অর্ধেক ফলন হবে। ব্যবসায়ীদের অনুমান এই বছর মালদহে প্রায় দেড় লক্ষ মেট্রিক টন আমের ফলন হতে পারে। উদ্যানপালন দফতরের তথ্য অনুযায়ী, চলতি মরশুমে প্রায় ২ লক্ষ ২০ হাজার মেট্রিক টন আমের ফলন হতে পারে। গতবছর মালদহে আমের ফলন হয়েছিল ৩ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন। সেই তুলনায় এই মরশুমে অনেক কম ফলন হবে। যার ফলে আমের দাম এবার ব্যাপক বৃদ্ধি পাবে। ফলে হতাশ হতে হবে আম প্রেমিকদেরও।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 9:52 PM IST