Mamata Banerjee warns BJP: 'শরীরে রক্ত থাকতে বাংলা ভাগ হতে দেব না!', বিজেপি-কে হুঁশিয়ারি মমতার

Last Updated:

কয়েকদিন আগে কেএলও নেতা জীবন সিং-ও জন বার্লা, নিশীথ প্রামাণিকদের মতো বিজেপি-র মন্ত্রীদের নাম করে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন৷

বিজেপি-কে হুঁশিয়ারি মমতার৷
বিজেপি-কে হুঁশিয়ারি মমতার৷
#আলিপুরদুয়ার: 'আমার শরীরে রক্ত থাকতে আমি বাংলা ভাগ হতে দেব না৷' আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে এ ভাবেই বিজেপি-কে বাংলা ভাগ নিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, ভোট এলেই বিজেপি বাংলা ভাগের হুমকি দেয়৷
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এ দিন আলিপুরদুয়ারে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকে বিজেপি-র উত্তরবঙ্গের নেতাদের একাংশের বাংলা ভাগের দাবির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাম আমলে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'গত দশ বছরে উত্তরবঙ্গের অনেক উন্নয়ন হয়েছে৷ এখন আর উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে যেতে হয় না৷'
মূলত অনুন্নয়নের অভিযোগ তুলে জন বার্লা সহ বিজেপি-র একাধিক নেতা পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন৷ কয়েকদিন আগে কেএলও নেতা জীবন সিং-ও জন বার্লা, নিশীথ প্রামাণিকদের মতো বিজেপি-র মন্ত্রীদের নাম করে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন৷
advertisement
এ দিন পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটের আগে বলেছিল গোর্খাল্যান্ড করব৷ পাহাড়ের সঙ্গে তরাই-ডুয়ার্সের ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল৷ বিজেপি-র লোকজন কেউ কেউ বলে বেড়াচ্ছে উত্তরবঙ্গকে আালাদা করে দেবো৷ আমরা এক হয়ে থাকব৷ আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমি বাংলা ভাগ হতে দেব না৷ বিজেপি বিভাজনের রাজনীতি করে৷ আমরা ভাগ করি না, আমরা গড়ি৷'
advertisement
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, 'বলছে উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে নাকি মেরে দেবে৷ তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও৷ আমি অনেক বন্দুক দেখেছি৷'
পৃথক উত্তরবঙ্গের দাবিতে দলেরই নেতাদের একাংশ সরব হলেও বিষয়টি নিয়ে বরাবরই সাবধানী অবস্থান নিয়ে এসেছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব৷ কারণ অনুন্নয়নের অভিযোগে পৃথক উত্তরবঙ্গের দাবি জিইয়ে রেখে ভোট বাক্সে ডিভিডেন্ড পেয়েছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল সহ গোটা রাজ্যে বিজেপি-র ভোট ব্যাঙ্কে ধস নামলেও বিজপি-কে অনেকটাই ভরসা দিয়েছে উত্তরবঙ্গ৷
advertisement
আবার অন্যদিকে বার বার উত্তরবঙ্গে এসে বিজেপি-র এই অভিযোগ ভোঁতা করে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ কয়েকদিন আগেই দার্জিলিংয়ে গিয়েছিলেন তিনি৷ জিটিএ নির্বাচনেরও দিনও ঘোষণা হয়ে গিয়েছে৷ পাহাড়ও এখন অনেকটাই শান্ত৷ যে বিমল গুরুং- রোশন গিরিরা পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সবথেকে বেশি সরব ছিলেন, তাঁরাও এখন ব্যাকফুটে৷ এই অবস্থায় কোনও ভাবেই বিজেপি-র পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দিতে চান না মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee warns BJP: 'শরীরে রক্ত থাকতে বাংলা ভাগ হতে দেব না!', বিজেপি-কে হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement