Mamata Banerjee warns BJP: 'শরীরে রক্ত থাকতে বাংলা ভাগ হতে দেব না!', বিজেপি-কে হুঁশিয়ারি মমতার

Last Updated:

কয়েকদিন আগে কেএলও নেতা জীবন সিং-ও জন বার্লা, নিশীথ প্রামাণিকদের মতো বিজেপি-র মন্ত্রীদের নাম করে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন৷

বিজেপি-কে হুঁশিয়ারি মমতার৷
বিজেপি-কে হুঁশিয়ারি মমতার৷
#আলিপুরদুয়ার: 'আমার শরীরে রক্ত থাকতে আমি বাংলা ভাগ হতে দেব না৷' আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে এ ভাবেই বিজেপি-কে বাংলা ভাগ নিয়ে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, ভোট এলেই বিজেপি বাংলা ভাগের হুমকি দেয়৷
উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে এ দিন আলিপুরদুয়ারে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকে বিজেপি-র উত্তরবঙ্গের নেতাদের একাংশের বাংলা ভাগের দাবির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাম আমলে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, 'গত দশ বছরে উত্তরবঙ্গের অনেক উন্নয়ন হয়েছে৷ এখন আর উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে যেতে হয় না৷'
মূলত অনুন্নয়নের অভিযোগ তুলে জন বার্লা সহ বিজেপি-র একাধিক নেতা পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন৷ কয়েকদিন আগে কেএলও নেতা জীবন সিং-ও জন বার্লা, নিশীথ প্রামাণিকদের মতো বিজেপি-র মন্ত্রীদের নাম করে পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছেন৷
advertisement
এ দিন পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটের আগে বলেছিল গোর্খাল্যান্ড করব৷ পাহাড়ের সঙ্গে তরাই-ডুয়ার্সের ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল৷ বিজেপি-র লোকজন কেউ কেউ বলে বেড়াচ্ছে উত্তরবঙ্গকে আালাদা করে দেবো৷ আমরা এক হয়ে থাকব৷ আমার শরীরে যতক্ষণ রক্ত থাকবে আমি বাংলা ভাগ হতে দেব না৷ বিজেপি বিভাজনের রাজনীতি করে৷ আমরা ভাগ করি না, আমরা গড়ি৷'
advertisement
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, 'বলছে উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে নাকি মেরে দেবে৷ তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও৷ আমি অনেক বন্দুক দেখেছি৷'
পৃথক উত্তরবঙ্গের দাবিতে দলেরই নেতাদের একাংশ সরব হলেও বিষয়টি নিয়ে বরাবরই সাবধানী অবস্থান নিয়ে এসেছে বিজেপি-র রাজ্য নেতৃত্ব৷ কারণ অনুন্নয়নের অভিযোগে পৃথক উত্তরবঙ্গের দাবি জিইয়ে রেখে ভোট বাক্সে ডিভিডেন্ড পেয়েছে বিজেপি৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল সহ গোটা রাজ্যে বিজেপি-র ভোট ব্যাঙ্কে ধস নামলেও বিজপি-কে অনেকটাই ভরসা দিয়েছে উত্তরবঙ্গ৷
advertisement
আবার অন্যদিকে বার বার উত্তরবঙ্গে এসে বিজেপি-র এই অভিযোগ ভোঁতা করে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ কয়েকদিন আগেই দার্জিলিংয়ে গিয়েছিলেন তিনি৷ জিটিএ নির্বাচনেরও দিনও ঘোষণা হয়ে গিয়েছে৷ পাহাড়ও এখন অনেকটাই শান্ত৷ যে বিমল গুরুং- রোশন গিরিরা পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সবথেকে বেশি সরব ছিলেন, তাঁরাও এখন ব্যাকফুটে৷ এই অবস্থায় কোনও ভাবেই বিজেপি-র পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দিতে চান না মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee warns BJP: 'শরীরে রক্ত থাকতে বাংলা ভাগ হতে দেব না!', বিজেপি-কে হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement