Mamata Banerjee: নজরে উত্তরের আদিবাসী ভোট ব্যাঙ্ক, গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

এর আগে মালদহের গাজোলে, গতবছর আলিপুরদুয়ারে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

নজরে উত্তরের আদিবাসী ভোট ব্যাঙ্ক, গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
নজরে উত্তরের আদিবাসী ভোট ব্যাঙ্ক, গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
আবীর ঘোষাল, কলকাতা: উত্তরবঙ্গে নজরে আদিবাসী ভোট ব্যাঙ্ক। আগামিকাল, বুধবার আদিবাসীদের গণ বিবাহের অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিগত বছর মালদহের গাজোলে ও আলিপুরদুয়ারে এরকমই এক গণ বিবাহের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে উত্তরের চা বলয়ে মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে।
রাজ্য সরকার রুপশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের বিবাহযোগ্যা মেয়েদের বিয়ের জন্যে সাহায্য করে। সেই প্রকল্পের মাধ্যমেই বুধবার ৫১০ যুগলের বিয়ে দেবেন মুখ্যমন্ত্রী নিজে থেকে দাঁড়িয়ে। শুধু বিয়ে দিয়ে ক্ষান্ত নয়। এর সঙ্গে আগামী দিনে সংসার করার জন্য আদিবাসী যুগলদের হাতে তুলে দেবেন বাসন, পোশাক-সহ একাধিক জিনিসপত্র। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ‘‘আমি আপনাদের পাশে সব সময় আছি। আর্শীবাদ করি আপনারা ভাল থাকুন। রাজ্য সরকার সবদিক থেকে সাহায্য করবে।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পেয়ে খুশি হয়েছিলেন নব্য বিবাহিতরা ৷ চা বাগানের শ্রমিকদের যারা গণবিবাহে হাজির থাকবেন তারা জানিয়েছেন, ‘‘রাজ্য সরকার সাহায্য করায় আমরা খুশি। বিয়ের সাথে সংসার পাতার জিনিস দেওয়ায় আমি খুশি।’’ একই রকম ভাবে খুশি গোপাল ওঁরাও। গতবার মধ্য চল্লিশের গোপাল বিয়ে করেন চা বাগানে কর্মরতা ললিতা তামাংকে। তিনি বলেন, ‘‘এখন মাসে রোজগারের টাকা আমরা ঠিক সময়ে পেয়ে যাচ্ছি। ফলে বিয়ে করে সংসার চালাতে আর অসুবিধা হচ্ছে না।" আগামিকাল ৫১০ যুগলের বিবাহের অনুষ্ঠান উপলক্ষ্যে খুশির আবহ তৈরি হয়েছে কালচিনি জুড়ে। মুখ্যমন্ত্রী নিজে উপহার তুলে দেবেন কয়েকজন আদিবাসী যুগলের হাতে৷ কথা বলবেন তাদের অভিভাবকদের সঙ্গে।
advertisement
রাজনৈতিক মহলের মতে চা বাগানের একাধিক জায়গায় এভাবে গণবিবাহের অনুষ্ঠানের আয়োজন করত বিশ্ব হিন্দু পরিষদ। এবার সেই জায়গায় সরকার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করায় আদিবাসীদের কাছে তৃণমূল কংগ্রেস পৌছে যেতে পারবে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ১৭৬ টাকা। সম্প্রতি রাজ্য সরকার চা শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরি আরও ২৬ টাকা বাড়িয়ে দিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে। বাগানের শ্রমিকদের জন্য ‘চা সুন্দরী’ প্রকল্পে ঘর তৈরির কাজও শুরু হয়েছে। আবার, ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে অবসরপ্রাপ্ত চা শ্রমিক ও ৬০ বছর উত্তীর্ণ আদিবাসীদের জন্য ‘জয় জোহার’ প্রকল্পে মাসিক ১০০০ টাকা করে ভাতারও ব্যবস্থা করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: নজরে উত্তরের আদিবাসী ভোট ব্যাঙ্ক, গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement