Rowing in Kolkata: রোয়িং রেসকিউ বোট ফিরছে রবীন্দ্র সরোবরে, আজই শহরের ক্লাবগুলোকে চূড়ান্ত গাইডলাইন দিতে চলেছে কলকাতা পুলিশ 

Last Updated:

Rowing in Kolkata: ব্যাটারি চালিত ফলো বোটকেই করা হোক রেসকিউ বোট। দাবি পরিবেশবিদদের একাংশের। পেট্রোল চালিত রেসকিউ বোট দূষণ ছড়ায় না। বলছে ক্লাব কর্তৃপক্ষ। 

ভেঙ্কটেশ্বর লাহিড়ী,  কলকাতা:  টানা বেশ কয়েকদিন বন্ধ রয়েছে রোয়িং। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মাঝামাঝি শহরের ক্লাব গুলিতে ফের শুরু হতে চলেছে রোয়িং। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শহরের রোয়িং ক্লাব কর্তাদের এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে খবর। । তবে অবশ্যই গাইডলাইন মেনে রোয়িং করতে হবে (Rowing in Kolkata)।
কেএমডিএ ও পুলিশের যৌথভাবে তৈরি প্রাথমিক  খসড়া গাইডলাইন বা  SOP আজ, মঙ্গলবার চূড়ান্ত করে শহরের তিনটি রোয়িং ক্লাবের  কাছে পৌঁছে দেওয়া হবে প্রশাসনের তরফে। সেই গাইডলাইন মেনেই এবার থেকে চলতে হবে। আদৌ সেই গাইডলাইন মানা হচ্ছে কিনা সে ব্যাপারে মাঝেমধ্যেই ক্লাবগুলির ভূমিকা খতিয়ে দেখা হবে। এদিকে সোমবার লালবাজারে পুলিশ, কেএমডিএ এবং  ক্লাব কর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে তা অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন ক্লাব কর্তারা।
advertisement
ক্যালকাটা রোয়িং ক্লাবের সম্পাদক চন্দন রায় চৌধুরী বলেন, ‘‘৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এটা নিছকই একটা দুর্ঘটনা। আমরা সতর্ক ছিলাম। আগামী দিনেও প্রশাসনের সমস্ত গাইডলাইন মেনেই চলা হবে। পাশাপাশি পেট্রোল চালিত মোটর রেসকিউ বোট শুধুমাত্র আপৎকালীন পরিষেবার জন্য ব্যবহৃত হয়। তাই রবীন্দ্র সরোবরে পেট্রোল চালিত উদ্ধারকারী বোট থেকে যারা  দূষণের কথা  বলছেন তা ঠিক নয়। এ ব্যাপারে প্রশাসন যে চূড়ান্ত গাইডলাইন দবে  তাই আমরা মেনে চলব।’’
advertisement
advertisement
এদিকে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে শহরের রেসকিউ বোট প্রস্তুতকারী সংস্থারও দফায় দফায় আলোচনা চলছে। এমনই এক বোট  প্রস্তুতকারী সংস্থার দুই ডিরেক্টর মনোজ শাহ ও রোহিত শাহ নিউজ১৮ বাংলাকে বলেন, ‘‘আমরা ব্যাটারির পাশাপাশি মোটরবোটও একেবারে ট্রায়াল রান দিয়ে প্রস্তুত রেখেছি। ক্লাবগুলির চাহিদামত প্রয়োজনে আমরা তা সরবরাহ করব ৷’’ ক্লাবগুলোর তরফে বলা হয়,  পেট্রোল চালিত মোটর বোট  আপৎকালীন পরিস্থিতিতে কোনও বিপদ ঘটে গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে। দূষণের কোনও প্রশ্নই নেই। তার তুলনায় ব্যাটারি চালিত  বোট অপেক্ষাকৃত কিছুটা কম সময়ে সেখানে পৌঁছবে। আমাদের প্রধান লক্ষ্য থাকে যে, কত দ্রুত বিপদস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো। সেক্ষেত্রে ইলেকট্রিক বোটের পরিবর্তে পেট্রোল চালিত রেসকিউ বোটই কার্যকর। তবে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ আদালতের তরফে এ সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া হবে আমরা তাই মেনে চলবো। ’’
advertisement
রোয়িং ক্লাবগুলোর যদিও যুক্তি মানতে রাজি নয় পরিবেশবিদদের একাংশ। শহরের অন্যতম পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষের কথায়, ‘‘যতই উচ্চক্ষমতাসম্পন্ন অশ্বশক্তি যুক্ত  পেট্রোল চালিত রেসকিউ বোটকে পরিবেশবান্ধব বলা হোক না কেন, ব্যাটারি চালিত রেসকিউ বোট রবীন্দ্র সরোবরে ব্যবহার হলে যেখানে দূষণ শূন্য হবে, সেখানে পেট্রোল চালিত  বোট কিছুটা হলেও দূষণ ছড়াবেই। তাই আমরা দাবি করছি, ব্যাটারি চালিত সম্পূর্ণ পরিবেশবান্ধব ফলো বোটকেই রেসকিউ বোট হিসেবে রবীন্দ্র সরোবরে ব্যবহার করা হোক'। প্রসঙ্গত,  রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের  সময় কালবৈশাখীর তাণ্ডবে সম্প্রতি প্রাণ হারায় দুই ছাত্র ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটার পরই রবীন্দ্র সরোবরে রোয়িং নিয়ে কড়া গাইডলাইন কার্যকর হওয়ার পথে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পুনরায় রবীন্দ্র সরোবরে শুরু হবে রোয়িং।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rowing in Kolkata: রোয়িং রেসকিউ বোট ফিরছে রবীন্দ্র সরোবরে, আজই শহরের ক্লাবগুলোকে চূড়ান্ত গাইডলাইন দিতে চলেছে কলকাতা পুলিশ 
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement