#দিল্লি: গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমের একাংশে দাবি করা হয়েছিল, টাকার নোটে মহাত্মা গান্ধির বদলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের মুখের ছবি দিয়ে ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এ দিন সেই রিপোর্টকে নস্যাৎ করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, 'বর্তমান ব্যাঙ্ক নোটে মহাত্মা গান্ধির মুখের বদলে অন্য কারও ছবি ছাপানো সংক্রান্ত যে রিপোর্ট সংবাদমাধ্যমের একাংশে প্রচারিত হচ্ছে, তা ভুল৷ রিজার্ভ ব্যাঙ্কের কাছে এমন কোনও প্রস্তাব নেই৷ '
RBI clarifies: No change in existing Currency and Banknoteshttps://t.co/OmjaKDEuat
— ReserveBankOfIndia (@RBI) June 6, 2022
মানিকন্ট্রোল ডট কম-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার যোগেশ দয়ালও এমন কোনও সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন৷
আরও পড়ুন: কাতার, কুয়েতের পর ইরানেরও ক্ষোভ! হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যে বিশ্বজোড়া বিতর্ক
কয়েক দিন আগে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, মহাত্মা গান্ধির পাশাপাশি বিভিন্ন মূ্ল্যের টাকার নোটে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের ছবি বসানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷
তিন জনের মুখের ছবি সহ ওয়াটারমার্ক চূড়ান্ত করার জন্য আইআইটি দিল্লির পরামর্শও চাওয়া হয় বলে দাবি করা হয়েছিল ওই প্রতিবেদনে৷ এর পরেই বিষয়টি নিয়ে দেশজুড়ে চর্চা শুরু হয়৷ যদিও সেই জল্পনায় ইতি টানল রিজার্ভ ব্যাঙ্কই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahatma Gandhi, Rabindranath Tagore, RBI