#আলিপুরদুয়ার: আম গাছ পাহারা দিতে সিসিটিভি ক্যামেরার সাহায্য নিচ্ছেন আলিপুরদুয়ারের লোচা দেব।কিন্তু কেন এত নিরাপত্তা ব্যবস্থা? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।উত্তরে লোচা বাবু জানান,বাগানের আকর্ষণ মিয়াজাকি আমের সুরক্ষার জন্যে এই উদ্যোগ।১২ টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মিয়াজাকির নিরাপত্তা সুনিশ্চিত করেছেন তিনি।নিরাপত্তারক্ষী নেই,তবে রাত করে মিয়াজাকির জন্যে নিরাপত্তারক্ষী রাখতে চাইছেন তিনি।
আরও পড়ুন Cooch behar News: হেলমেট পরিহিতদের চারাগাছ দান, সমাজ সচেতনতায় অভিনব উদ্যোগআলিপুরদুয়ার শহরের পল্লী মঙ্গল ক্লাবের পাশে বাড়ি লোচা দেবের। আলিপুরদুয়ার ডিআরএম অফিসে কাজ করার পাশাপাশি বাগানের শখ তার বহুদিনের। এক কেজি মিয়াজাকি আমের দাম তিনলক্ষ টাকা। তবে আলিপুরদুয়ার শহরের লোচা দেবের কথা আলাদা। বাবা আম খেতে ভালোবাসেন। তাই সবচেয়ে দামি আম মিয়াজাকির চারা রোপণের কথা ভাবেন তিনি। আলিপুরদুয়ার ডিআর এম অফিসে কর্মরত এই রেলকর্মী নিজের বাগানেই লাগিয়েছেন মিয়াজাকি আমের গাছ। আগে বিভিন্ন ফুলের গাছ লাগালেও,গত তিনবছর ধরে নানান ফলের গাছ লাগাচ্ছেন।পাশাপাশি আলফানসো , থাইল্যান্ডের অলটাইম প্রজাতির আম, আমেরিকান প্রজাতির রেড পালমার সহ আরও একাধিক প্রজাতির আম গাছ রয়েছে সেখানে।
আরও পড়ুন Snake bites Man: সাপের কামড়, হাসপাতালে সাপ নিয়ে হাজির হলেন জখম ব্যাক্তি!প্রায় দেড় বছর আগে কলকাতা থেকে মোট ৪টি মিয়াজাকি আম গাছের চারা বাড়িতে এনেছিলেন তিনি। একেকটি চারার দাম পড়েছিল ২ হাজার টাকা। সেই ৪টি চারার মধ্যে আবার একটি চারা মারা গিয়েছে বলে জানান লোচাবাবু। তবে বাকি ৩টি গাছেই এবার মুকুল এসেছে। একটি গাছে আবার এর মধ্যেই ফল ধরেছে।প্রথম আম নিজের পরিবারের সঙ্গে ভাগ করে খাবেন লোচাবাবু। শুধু আমগাছ নয় বাড়ির বাগানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ লাগিয়েছেন তিনি।তবে মিয়াজাকি আম দেখতে বেশি ভীড় জমাচ্ছেন মানুষ।যা দেখে মন আনন্দে ভরে উঠছে লোচাবাবুর।
অনন্যা দেবনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, CCTV, North bengal news