উত্তরবঙ্গের হাল ফিরবে কী ভাবে? বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার রিভিউ বৈঠক করবেন মমতা
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee উত্তরবঙ্গের বন্যা ও দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে জলদাপাড়ায় রিভিউ বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত।
উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রবিবার জলদাপাড়ায় রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হল-এ এই বৈঠক হবে।
এই বৈঠকে উপস্থিত থাকবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার প্রশাসনিক আধিকারিকরা। উত্তরবঙ্গের বন্যা, ভূমিধস-সহ সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
আজ সকালে কলকাতা থেকে হাসিমারা পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পথে কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করারও কথা রয়েছে তাঁর। এরপর নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে প্রশাসনিক রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আজই রাতটা আলিপুরদুয়ার জেলাতেই কাটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিপর্যয়ের পর উদ্ধারকার্য এবং কী কী পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়েছে তার রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মুখ্য সচিবের থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেন তিনি।
advertisement
উদ্ধারকার্য এবং ত্রাণ যাতে পর্যাপ্ত দেওয়া হয় এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসে, তা নিয়ে মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বিপর্যয় কত বাড়ি নষ্ট হয়েছে ইতিমধ্যেই তার সমীক্ষা শুরু করেছে রাজ্য। বাড়িতে বাড়িতে ছবি তুলে সেই সমীক্ষা শুরু হয়েছে। যাতে স্বচ্ছ ভাবে ক্ষতিগ্রস্তদের হাতে বাংলার বাড়ির আর্থিক সাহায্য তুলে দেওয়া যায়। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা তৈরির জন্যেও সচেষ্ট হয়েছে রাজ্য।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 12, 2025 8:48 AM IST