Mamata Banerjee on Rampurhat Violence: 'দেউচা- পাচামি আটকাতেই রামপুরহাটে গভীর ষড়যন্ত্র', শিলিগুড়িতে বড় অভিযোগ মমতার

Last Updated:

রামপুরহাটের ঘটনার তদন্তে প্রথমে সিট গঠন করেছিল রাজ্য সরকার৷ কিন্তু কলকাতা হাইকোর্টে সিট-এর বদলে তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে (Mamata Banerjee on Rampurhat Violence)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#শিলিগুড়ি: দেউচা পাচামির কয়লা প্রকল্প (Deucha Pachami Coal Project) আটকাতেই রামপুরহাটের ষডড়যন্ত্র করা হয়েছে৷ শিলিগুড়িতে সরকারি সভা থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Rampurhat Violence)৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, সিবিআই তদন্তে রাজ্য সরকার সহযোগিতা করবে৷ কিন্তু যদি সিবিআই স্বচ্ছ তদন্ত না করে, সেক্ষেত্রে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'রামপুরহাটে বড় ষড়যন্ত্র করে করা হয়েছে। সিবিআইকে সব সহযোগিতা করব। কিন্তু সিবিআই ঠিকঠাক তদন্ত না করে বিজেপি, কংগ্রেসের কথা মতো কাজ করলে আমরা রাস্তায় নামবো। নোবেল থেকে নন্দীগ্রাম, নেতাই- সিবিআই করতে পারেনি। এই সবের বিচার হয়নি। তৃণমূল কাজ করছে এটা ওদের সহ্য হচ্ছে না।'
advertisement
advertisement
রামপুরহাট কাণ্ডে প্রথম থেকেই ষড়যন্ত্রের তত্ত্বে জোর দিয়েছে তৃণমূল৷ এ দিন মুখ্যমন্ত্রীও বলেন, 'ডেডবডির রাজনীতি করছে৷ আমরা বিরোধী দল ছিলাম। কিন্তু কোনওদিন দাঙ্গা লাগাতে যাইনি। ডেউচা যাতে না হয় তাই রামপুরহাট করে দিয়েছেন। তাজপুরে বন্দর হচ্ছে তাই এত হিংসা। উত্তরেও শিল্প বাড়ছে। আসল উদ্দেশ্য যাতে শিল্প না হয়, চাকরি না হয়। যাতে জ্বালানির মূল্য বাড়লে মানুষ প্রতিবাদ না করতে পারে৷'
advertisement
রামপুরহাটের ঘটনার তদন্তে প্রথমে সিট গঠন করেছিল রাজ্য সরকার৷ কিন্তু কলকাতা হাইকোর্টে সিট-এর বদলে তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী এ দিনও বলেন, বগটুই গ্রামের নৃশংস কাণ্ডের ঘটনায় রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিয়েছে৷ একই সঙ্গে পুলিশেরও যে ভুল ছিল, তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'খুন হল তৃণমূল। যাদের বাড়িতে আগুন লাগল তারাও তৃণমূল। আমাকেই গালাগাল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশের ভুল ছিল প্রথমে। একটা খুনের পরে ওদের আশঙ্কা করার কথা ছিল। পুলিশ সাসপেন্ড হয়েছে। ব্লক সভাপতি সহ অনেকে গ্রেফতার হয়েছে। ওই পরিবারগুলির সঙ্গে আমি কথা বলেছি। সাধ্য মতো আমি চেষ্টা করি৷'
advertisement
অপরাধ আটকাতে আমজনতাকেও আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাড়ায় পাড়ায়, 'এলাকায় এলাকায় গন্ডগোল যাতে না হয় তা দেখতে হবে।'
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on Rampurhat Violence: 'দেউচা- পাচামি আটকাতেই রামপুরহাটে গভীর ষড়যন্ত্র', শিলিগুড়িতে বড় অভিযোগ মমতার
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement