CBI probe in Bogtui Violence: বগটুই গ্রামের মহিলাদের সঙ্গে কথা, আহতদের বয়ান রেকর্ড, প্রত্যক্ষদর্শীর খোঁজে সিবিআই

Last Updated:

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গতকাল থেকেই বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI probe in Bogtui Violence)৷

বগটুই গ্রামে সিবিআই আধিকারিকরা৷
বগটুই গ্রামে সিবিআই আধিকারিকরা৷
#রামপুরহাট: দ্বিতীয় দিনের তদন্ত শুরু করেই বগটুই গ্রামের (Bogtui Village) বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে শুরু করলেন সিবিআই (CBI) আধিকারিকরা৷ এখনও বগটুই গ্রামের অনেক বাসিন্দাই গ্রামছাড়া৷ যে বাড়িগুলিতে মানুষ রয়েছে, সেগুলিও পুরুষ শূন্য৷ এই অবস্থায় বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলেই গত ২১ মার্চ রাতে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ আছেন কি না, সেই খোঁজও শুরু করেছেন সিবিআই কর্তারা (CBI probe in Bogtui Violence)৷
এর পাশাপাশি এই ঘটনায় যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদেরও বয়ান সংগ্রহের কাজ শুরু করল সিবিআই৷ এ দিন সকালেই আহতদের বয়ান সংগ্রহ করতে রামপুরহাট হাসপাতালে যায় সিবিআই-এর একটি দল৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গতকাল থেকেই বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই৷ যে বাড়ি থেকে সাতটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়, সেখানে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন সিবিআই আধিকারিকরা৷ অত্যাধুনিক থ্রি ডি স্ক্যানার ব্যবহার করেও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়৷ এ দিনও বগটুই গ্রামের ওই অভিশপ্ত বাড়ির ছাদে উঠে থ্রি ডি স্ক্যানারের সাহায্যে তথ্য প্রমাণ সংগ্রহ করেন সিবিআই কর্তারা৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে৷ কলকাতা হাইকোর্টের নজরদারিতেই তদন্ত চালাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে৷
বগটুই তদন্ত এগিয়ে নিয়ে যেতে রামপুরহাটে সরকারি অতিথিশালাতেই অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করেছে সিবিআই৷ এ দিন সেখানে গিয়ে সিবিআই দলের সঙ্গে বৈঠক করেন সংস্থার ডিআইজি অখিলেশ কুমার সিং এবং জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়৷ বগটুই তদন্ত কোন পথে এগোবে, কী কৌশল নেবেন তদন্তকারীরা, এই বৈঠকে সেই সংক্রান্ত আলোচনাই হয় বলে সিবিআই সূত্রে খবর৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI probe in Bogtui Violence: বগটুই গ্রামের মহিলাদের সঙ্গে কথা, আহতদের বয়ান রেকর্ড, প্রত্যক্ষদর্শীর খোঁজে সিবিআই
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement