CBI probe in Bogtui Violence: বগটুই গ্রামের মহিলাদের সঙ্গে কথা, আহতদের বয়ান রেকর্ড, প্রত্যক্ষদর্শীর খোঁজে সিবিআই
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গতকাল থেকেই বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI probe in Bogtui Violence)৷
#রামপুরহাট: দ্বিতীয় দিনের তদন্ত শুরু করেই বগটুই গ্রামের (Bogtui Village) বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে শুরু করলেন সিবিআই (CBI) আধিকারিকরা৷ এখনও বগটুই গ্রামের অনেক বাসিন্দাই গ্রামছাড়া৷ যে বাড়িগুলিতে মানুষ রয়েছে, সেগুলিও পুরুষ শূন্য৷ এই অবস্থায় বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলেই গত ২১ মার্চ রাতে কী ঘটেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা৷ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ আছেন কি না, সেই খোঁজও শুরু করেছেন সিবিআই কর্তারা (CBI probe in Bogtui Violence)৷
এর পাশাপাশি এই ঘটনায় যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদেরও বয়ান সংগ্রহের কাজ শুরু করল সিবিআই৷ এ দিন সকালেই আহতদের বয়ান সংগ্রহ করতে রামপুরহাট হাসপাতালে যায় সিবিআই-এর একটি দল৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গতকাল থেকেই বগটুই গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই৷ যে বাড়ি থেকে সাতটি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়, সেখানে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেন সিবিআই আধিকারিকরা৷ অত্যাধুনিক থ্রি ডি স্ক্যানার ব্যবহার করেও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়৷ এ দিনও বগটুই গ্রামের ওই অভিশপ্ত বাড়ির ছাদে উঠে থ্রি ডি স্ক্যানারের সাহায্যে তথ্য প্রমাণ সংগ্রহ করেন সিবিআই কর্তারা৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে৷ কলকাতা হাইকোর্টের নজরদারিতেই তদন্ত চালাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে৷
বগটুই তদন্ত এগিয়ে নিয়ে যেতে রামপুরহাটে সরকারি অতিথিশালাতেই অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করেছে সিবিআই৷ এ দিন সেখানে গিয়ে সিবিআই দলের সঙ্গে বৈঠক করেন সংস্থার ডিআইজি অখিলেশ কুমার সিং এবং জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়৷ বগটুই তদন্ত কোন পথে এগোবে, কী কৌশল নেবেন তদন্তকারীরা, এই বৈঠকে সেই সংক্রান্ত আলোচনাই হয় বলে সিবিআই সূত্রে খবর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2022 11:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CBI probe in Bogtui Violence: বগটুই গ্রামের মহিলাদের সঙ্গে কথা, আহতদের বয়ান রেকর্ড, প্রত্যক্ষদর্শীর খোঁজে সিবিআই