১৪২৬-এ বিয়াল্লিশে ৪২, বালুরঘাটের মঞ্চ থেকে বিজেপি আক্রমণ মুখ্যমন্ত্রীর
Last Updated:
#বুনিয়াদপুর: বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহারে প্রচারে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নতুন স্লোগান ১৪২৬-এ বিয়াল্লিশে ৪২।
"কাজ করেননি মোদিবাবু’, ৫ বছরে মোদিবাবুর সরকার দেখেছেন। বিজেপি সরকার দেখেছেন। এরা মানুষের জন্য কোনও কাজ করেনি। ... না দিয়েেছ রুটি, না দিয়েছে কাপড়, না দিয়েছে কর্মসংস্থান। যারা কাজ করত, তারা বেকার হয়ে গেছে,"-
শুধু রোটি-কাপড়া-মাকানই নয়৷ উত্তরবঙ্গে বেশ কয়েকটি রেল প্রকল্পের কাজ ফেলে রাখারও অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী। তুলে আনলেন একলাখী-বালুরঘাট-সহ একাধিক প্রকল্পের কথা।
advertisement
advertisement
ভোটের মুখে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে বিভিন্ন দল। বাংলার কৃষকদের উন্নয়নে কোনও কাজ হয়নি বলে এরাজ্যে প্রচারে এসে দাবি করেন রাহুল গান্ধি। ইটাহারে পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে আরও একবার বিজেপি সরকারকে সরানোর ডাক দেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2019 8:51 PM IST