Malda News: রাজ্য চ্যাম্পিয়ন মালদহের অষ্টম শ্রেণির ছাত্র, জাতীয় প্রতিযোগিতায় পেলেন সুযোগ
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: স্কুল গেমসে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত। রাজ্যে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সুযোগ মিলেছে জাতীয় স্তরের প্রতিযোগিতায়।
মালদহ: স্কুল গেমসে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত। রাজ্যে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সুযোগ মিলেছে জাতীয় স্তরের প্রতিযোগিতায়। মালদহের অষ্টম শ্রেণীর ছাত্রের তাইকন্ডো প্রতিযোগিতায় এইম সাফল্য খুশি জেলার ক্রীড়া মহল। মালদহ জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্পে নিয়মিত প্রশিক্ষণ নেয় অষ্টম শ্রেণীর ছাত্র স্বপ্ননীল দে গুপ্তা। এর আগে একাধিক রাজ্য স্তরে সাফল্য পেয়েছে। তবে এই প্রথম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস ও স্পোর্টসে অংশগ্রহণ করে।
প্রথমবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই চ্যাম্পিয়ন হয়েছে মালদহের অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র স্বপ্ননীল। স্বপ্ননীল দে গুপ্তা বলে,”রাজ্য স্কুল গেমসে চ্যাম্পিয়ন হয়েছি। জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছি। ভাল ফলের আশায় এখন থেকেই প্রশিক্ষণ শুরু করেছি”। মালদহ শহরের বাসিন্দা স্বপ্ননীল। গত প্রায় আট বছর ধরে তাইকন্ডো প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে জেলা ও রাজ্যস্তরে একাধিক পদক পেয়েছে।
advertisement
এই বছর রাজ্য স্কুল গেমস তাইকোন্ডো প্রতিযোগিতায় মালদহ থেকে ৪৪ জন অংশগ্রহণ করেছিল। জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্প থেকে ১০ জন অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়। একাধিক খেলোয়াড় সাফল্য পেয়েছে। তবে স্বপ্ননীল নিজের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার তাইকোন্ডো কোচ ভাস্কর ভৌমিক বলেন,”মালদহ থেকে মোট ৪৪ জন অংশগ্রহণ করেছিল। জেলা ক্রীড়া সংস্থার কোচিং ক্যাম্প থেকে ১০ জন। প্রত্যেকেই ভাল ফল করেছে। একজন জাতীয় স্তরে সুযোগ পেয়েছে”।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Viral Video: মত্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি! বসে পড়লেন আতসবাজির বক্সের উপর, তারপর যা ঘটল
নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে স্বপ্ননীল। তার ইচ্ছে আগামীতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভাল সাফল্য করে রাজ্যে তথা জেলার মুখ উজ্জ্বল করা। আগামীতে আরো বড় মাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে স্বপ্ননীলের। তার এমন সাফল্যে খুশি বাবা-মা সহ তার কোচ।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 10:15 PM IST