জমি নিয়ে দুই ভাইয়ের ঝামেলা, মামাদের গণ্ডগোল থামাতে এসে ভাগ্নের মাথায় হাঁসুয়ার কোপ! মর্মান্তিক পরিণতি যুবকের

Last Updated:

Malda News: জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই সৎ ভাইয়ের গন্ডগোলের মাঝে হাঁসুয়ার কোপে প্রাণ গেল ভাগ্নের। দুই মামার মধ্যে ঝামেলা থামাতে এসে ভাগ্নে হীরেনের মাথায় হাঁসুয়ার কোপ লাগে। হাসপাতালে নিয়ে গেলেও প্রাণ বাঁচানো যায়নি।

মামার হাতে খুন ভাগ্নে!
মামার হাতে খুন ভাগ্নে!
মালদহ, জিএম মোমিনঃ দুই মামার বচসা থামাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই সৎ ভাইয়ের গন্ডগোলের মাঝে হাঁসুয়ার কোপে প্রাণ গেল ভাগ্নের। এই ঘটনাকে ঘিরে মালদহের মানিকচক থানার মথুরাপুর সোনিয়া মোড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম হীরেন কুন্ডু। ঘটনায় অভিযুক্ত মামা রাজা মন্ডলকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সোনিয়া মোড় এলাকায় জীবন মণ্ডল ও রাজা মন্ডলের মধ্যে গন্ডগোল বাঁধে। সম্পর্কে তাঁরা সৎ ভাই।
আরও পড়ুনঃ পেনসিলের শিষে মা কালী থেকে বোতলবন্দি দেবী! বাঁকুড়ার শিল্পীর চোখধাঁধানো হাতের কাজ, কালীপুজোর আগে দেখুন দুর্দান্ত কালেকশন
বাড়ি তৈরির জন্য রাস্তার পাশে ইট ফেলেছিল রাজা। দুই সৎ ভাইয়ের মধ্যে জায়গা-জমি সংক্রান্ত পুরনো বিবাদ ছিলই। এদিন ইট ফেলাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে গন্ডগোল শুরু হয়। মুহূর্তের মধ্যে এই গন্ডগোল হাতাহাতির চেহারা নেয়। দুই মামার মধ্যে ঝামেলা হচ্ছে জানতে পেরে ভাগ্নে হীরেন গন্ডগোল থামাতে এগিয়ে আসে। অভিযোগ, এরপর রাজা হাঁসুয়া নিয়ে তেড়ে গিয়ে জীবনকে আঘাতের চেষ্টা করে। ভাগ্নে হীরেন বাঁচাতে এলে তাঁর মাথায় হাঁসুয়ার কোপ লাগে। তাঁর মাথাতেই হাঁসুয়া আটকে যায়। মুহূর্তের মধ্যে হইচই পড়ে যায় এলাকায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুরুতর আহত অবস্থায় হীরেনকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জমি নিয়ে দুই ভাইয়ের ঝামেলা, মামাদের গণ্ডগোল থামাতে এসে ভাগ্নের মাথায় হাঁসুয়ার কোপ! মর্মান্তিক পরিণতি যুবকের
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement