পেনসিলের শিষে মা কালী থেকে বোতলবন্দি দেবী! বাঁকুড়ার শিল্পীর চোখধাঁধানো হাতের কাজ, কালীপুজোর আগে দেখুন দুর্দান্ত কালেকশন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Micro Art: কালীপুজোর আগে দেখা গেল মা কালীর বিরাট কালেকশন! ব্লেড এর উপর মা কালী, ধানের উপর মা কালী, পেন্সিলের শিষে মা কালী। এমনকি বোতলের ভিতরেও অ্যালুমিনিয়ামের মা কালী! বাঁকুড়ার মাইক্রো আর্টিস্ট ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের চোখধাঁধানো হাতের কাজ দেখুন।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়ঃ বাঁকুড়ার এক শিল্পীর বাড়িতে দেখা গেল দেবীর আরাধনার এক ভিন্ন রূপ। শিল্পীর তুলির আঁচড়ে মা কালীর প্রতি নিবেদিত প্রাণ এবং ভক্তি ফুটে উঠল। কালীপুজোর আগে দেখা গেল মা কালীর বিরাট কালেকশন! ব্লেড এর উপর মা কালী, ধানের উপর মা কালী, পেনসিলের শিষে মা কালী। এমনকি বোতলের ভিতরেও অ্যালুমিনিয়ামের মা কালী! বোতলবন্দি মা কালী দেখে সকলের প্রশ্ন, বোতলের ভিতর ঢুকলেন কীভাবে? তাও আবার মাত্র চার সেন্টিমিটারের চুনাপাথর দিয়ে তৈরি মা কালী।
দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর সামনে কালীপুজো। তার আগে মা কালীর প্রতি ভক্তি এবং শিল্পের প্রতি আনুগত্য দেখিয়ে সবাইকে তাক লাগালেন বাঁকুড়ার শিল্পী। তাঁর চোখধাঁধানো মা কালীর কালেকশন দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।
আরও পড়ুনঃ ধ্বংসস্তূপে চলছে নতুন প্রাণের খোঁজ! দুর্যোগে বিপর্যস্ত ময়নাগুড়ির এখন কী অবস্থা? ছবিতে দেখুন
বাঁকুড়ার ইন্দ্রনীল চট্টোপাধ্যায় পেশায় চিত্রশিল্পী। তিনিই কালীপুজোর আগে মা কালীর বিরাট সম্ভার নিয়ে বসেছেন। সূক্ষ্ম চুনাপাথর কেটে ৪ সেন্টিমিটারের মা কালী তৈরি করেছেন। এছাড়াও রয়েছে তাঁর অন্যান্য বহু সৃষ্টি। প্রতিটিতেই ফুটে উঠেছে মা কালীর ভিন্নরূপ।
advertisement
advertisement
মানুষ চাইলেই নতুনত্ব শিল্প সৃষ্টি করতে পারেন। বাঁকুড়ার শিল্পী ইন্দ্রনীল সেটাই করে দেখাচ্ছেন। পেশায় চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি রাজ্যের একজন নামকরা মাইক্রো আর্টিস্ট তিনি। ছোটখাটো সূক্ষ্ম জিনিসের উপর খোদাই করে মূর্তি তৈরি করেন ইন্দ্রনীল।
শক্তি সাধনার আর কয়েকদিন বাকি। তার আগে নিজের ‘অস্ত্রশস্ত্রে’ শান দিয়ে আরও একটি বিশেষ মা কালীর মূর্তি তৈরি করে ফেললেন এই শিল্পী। দেখতে দারুণ, সূক্ষ্ম কারুকার্য। অবাক করছে সকলকে। নজর কেড়ে নিচ্ছে পেনসিলের শিষের উপর মা কালী। অর্ধেক ইঞ্চির মা কালী থেকে চার সেন্টিমিটারের মা কালী, আখরোটের উপর মা দুর্গা, বোতলের ভিতর মা দুর্গা এবং মা কালী সবই বাঁকুড়ার এই শিল্পীর সৃষ্টি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় বোতলবন্দী বিরাট কোহলি বানিয়েছিলেন ইন্দ্রনীল। এক দশক আগে সৌরভ গাঙ্গুলিকে ‘বোতলবন্দী দাদা’ উপহার দিয়েছেন। প্রান্তিক বাঁকুড়া থেকেও কীভাবে মৌলিক শিল্পচর্চা করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন অভিজ্ঞ এই শিল্পী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 10, 2025 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেনসিলের শিষে মা কালী থেকে বোতলবন্দি দেবী! বাঁকুড়ার শিল্পীর চোখধাঁধানো হাতের কাজ, কালীপুজোর আগে দেখুন দুর্দান্ত কালেকশন