Malda News: লোটন বাইজি নাকি সুতা লাটানো! গৌড়ের এই ঐতিহাসিক মসজিদের নামের আসল রহস্য কী?
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: পুরাতত্ত্ব বিভাগের পরিচিতি ফলক অনুযায়ী মসজিদটি লোটন নামক নাচের মেয়ে দ্বারা নির্মিত। আবার ইতিহাসবিদের মতে গৌড়ের সেই এলাকা বাণিজ্য ক্ষেত্র থাকায় রেশম সুতা লাটানো কারিগরদের প্রার্থনার জন্য তৈরি হয় এই মসজিদটি।
মালদহ: মালদহের গৌড় নগরীর ইতিহাসের নিদর্শন গুলির মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে লোটন মসজিদ। যা আজও প্রায় ৫০০ বছর ধরে গৌড়ের ইতিহাস কে বর্ণনা করে আসছে। তবে এই মসজিদের নামকরণের আসল রহস্য টা জানেন না অনেকেই। এই মসজিদের নামকরণ কে বিভিন্নজন বিভিন্নভাবে বর্ণনা করেছেন। প্রাচীন গৌড় শাসনকালে সুলতান ইলিয়াস শাহের রাজত্বের সময় ১৪৭৫ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন সুলতান ইউসুফ শাহ।
এই মসজিদটির অন্যতম আকর্ষণ হচ্ছে একটি ছাদের গম্বুজের নিচে বিশাল প্রার্থনা ঘর। গৌড়ের অন্যান্য স্থাপত্যের মতই বিখ্যাত এই মসজিদটির রয়েছে ইতিহাস। পুরাতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় ঐতিহ্য মতে এই মসজিদটি লোটন বাইজি অর্থাৎ নাচের মেয়ে দ্বারা নির্মিত করা হয়েছিল। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মালদহের ইতিহাসবিদরা।
আরও পড়ুন: কন্যা সন্তানের বাবা হলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ! দ্বিতীয় সন্তানের জন্মের খবর দিয়ে কী লিখলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ?
ইতিহাস গবেষক এম আতাউল্লাহর মতে, গৌড় ছিল প্রাচীন বাংলার বাণিজ্য ক্ষেত্র। সেই সময় সে এলাকাতেই রেশম সুতো সহ একাধিক রকম বাণিজ্য হত। সেখানেই ছিল অন্যান্য শিল্প কারখানার পাশাপাশি সুতো তৈরীর কারখানা। সে কারখানায় সুতো লাটানো বা সুতো ভরার কাজ করতেন কারিগররা। সেই কারিগরদের সুবিধার্থে প্রার্থনা জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: Durga Puja 2025: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, জানুন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময়
সেই থেকেই সুতো লাটানো কারিগরদের নাম থেকে এই মসজিদটির নামকরণ পরিচিতি পায়। তবে কোন লোটন বাইজি বা নর্তুকী নয় সুতো লাটান কারিগরের পরিচয় থেকেই এই মসজিদটির নামকরণ বলে দাবি ইতিহাস গবেষক এম আতাউল্লাহর।
advertisement
প্রাচীন বাংলার রাজধানী নগরী গৌড়ের ধ্বংসাবশেষ অংশগুলির ইতিহাসকে আজও গবেষকরা বর্ণনা করছেন পরিচয় সন্ধানে। বহু স্থাপত্যের ইতিহাসের তথ্য জানা গেলেও আজও অসম্পূর্ণ গৌড়ের একাধিক ইতিহাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 12:44 PM IST