Malda News: বিরাট সুখবর, মালদহের শিল্পক্ষেত্রে নতুন আশা, নতুন সম্ভাবনা! দিল্লির ১০ আইএএস অফিসারের বিশেষ সফর ঘিরে জোর জল্পনা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Malda News: শিল্পক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে এবার মালদহে বিশেষ সফরে এলেন ১০ জন আইএএস অফিসার। জেলার বিভিন্ন কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নত করার পরামর্শ দেন জেলা প্রশাসনিক আধিকারিকদের।
মালদহ, জিএম মোমিন: শিল্পক্ষেত্র উন্নয়নের লক্ষ্যে এবার মালদহে বিশেষ সফরে এলেন ১০ জন আইএএস অফিসার। জেলার বিভিন্ন কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নত করার পরামর্শ দেন জেলা প্রশাসনিক আধিকারিকদের। কীভাবে জেলার উৎপাদিত পণ্য ও খাদ্য সামগ্রী প্রক্রিয়াকরণ করে রফতানি ও বাণিজ্যিকরণ করা যায়। কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সামগ্রী টেকসই রাখার জন্য আরও কী প্রয়োজন সমস্তটাই খতিয়ে দেখেন আধিকারিকরা।
এদিন মালদহের পুরাতন মালদহ ও গাজোল ব্লক এলাকার একাধিক কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করেন দিল্লি থেকে আগত ১০ আইএএস অফিসার। মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান, “জেলার শিল্পক্ষেত্র অগ্রগতির লক্ষ্যে তাঁদের এই পরিদর্শন। শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়েছেন আধিকারিকরা। আরও পরিকাঠামগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পরিদর্শনে আশা আধিকারিকরা।”
advertisement
advertisement
এই বিষয়ে মালদহ কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেশ রাজবংশী জানান, “মালদহের স্ট্রেসকন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোল্ড স্টোরেজ, মৌমাছি পালন ও মধু প্রক্রিয়াকরণ ক্লাস্টার শিল্প সমবায় সমিতি-সহ বিভিন্ন ইন্ডাস্ট্রি পর্যবেক্ষণ করে আইএএস অফিসারা। আগামীতে শিল্পক্ষেত্র আরও উন্নত করার লক্ষ্যে একাধিক পরামর্শ দিয়েছেন শিল্প উদ্যোগীদের। পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নে সরকারের পরিকল্পনাও জানান তাঁরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, জেলা প্রশাসনের আধিকারিক সুদীপ্ত দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। কলকারখানা ও শিল্পক্ষেত্র পরিদর্শনের পর বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন আগত আধিকারিকরা। পাশাপাশি আগামীতে জেলায় আরও শিল্পক্ষেত্র বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে প্রস্তাব তুলে ধরার কথা জানান আধিকারিকরা। এই পরিদর্শনের পর জেলার শিল্পক্ষেত্রে অগ্রগতি আসবে বলে আশাবাদী জেলার বণিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 06, 2026 7:36 PM IST









