দুর্যোগে বিপর্যস্ত জলপাইগুড়িতে নতুন আশার আলো! দারুণ উদ্যোগ ময়নাগুড়ি পুলিশের! কথায় নয়, কাজে করে দেখাচ্ছেন তাঁরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Flood: বন্যার ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেদগাড়া গ্রাম। কয়েক ঘণ্টার টানা বর্ষণে নদীর জল গ্রাস করেছে ঘর-বাড়ি, ফসল, গবাদি পশু...সবকিছুই। ভেঙে যাওয়া সেই সমস্ত ঘরবাড়ি পুনর্গঠন করছে ময়নাগুড়ি থানার পুলিশ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: টিন, লোহা, মাটি, বালি হতে পুলিশই বানাচ্ছে বাড়ি! শুধুই চোর-ডাকাত পাকড়াও নয়, পুলিশ বানাচ্ছে মাথার উপরের ছাদ। বন্যার পর বেদগাড়ায় নতুন আশার আলো নিয়ে বাড়ি বানিয়ে দিচ্ছে পুলিশকর্মীরাই। পুলিশের এমন মানবিক রূপ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। বন্যার ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেদগাড়া গ্রাম। কয়েক ঘণ্টার টানা বর্ষণে নদীর জল গ্রাস করেছে ঘর-বাড়ি, ফসল, গবাদি পশু…সবকিছুই। চোখের সামনে জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে কার্যত দিশেহারা গ্রামবাসীরা।
এই ভয়াবহতার মধ্যেই দেখা মিলল মানবিকতার এক অনন্য ছবি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন জেলার পুলিশকর্মীরা। নিজেদের হাতে টিন ও লোহার কাঠামো দিয়ে নতুন করে বাড়ি বানিয়ে দিচ্ছেন তাঁরা। প্রতিদিন সকাল থেকেই জলপাইগুড়ি জেলার বেদগাড়ার মাঠে শুরু হয় পুনর্গঠনের কাজ।
আরও পড়ুনঃ লক্ষ্মীদেবীর কৃপালাভে ধনতেরাসে ঝাড়ু কেনার হিড়িক! কারখানায় রোজ কত ঝাঁটা তৈরি হচ্ছে জানেন? কোথা থেকেই বা আসছে বিপুল কাঁচামাল?
কারও ঘরের ছাদ উঠছে, কারও দেওয়াল জোড়া লাগছে। প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির যৌথ প্রচেষ্টায় ধীরে ধীরে ছন্দে ফিরছে গ্রামটি। ত্রাণ হিসাবে দেওয়া হচ্ছে শুকনো খাবার, পোশাক, বইপত্র সবই। স্থানীয় এক বাসিন্দা চোখে জল নিয়ে বলেন, ‘সব হারিয়ে গিয়েছিল। পুলিশের সহায়তাতেই আজ মাথার উপর ছাদ ফিরে পাচ্ছি। নতুন করে বাঁচার আশা জেগেছে’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘন্টার পর ঘন্টা ঘোলা জল হাতড়েই ওঁদের জীবিকা! রোগভোগের হাতছানি উপেক্ষা করে ঘুরছে সংসারের চাকা, টিকিয়াপাড়ার ‘এই’ আজব পেশার কথা শুনেছেন?
কেউ হারিয়েছেন মেয়ের বিয়ের সঞ্চয়, কেউবা পাটের ব্যবসায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখোমুখি হয়েছেন। তবুও হাল ছাড়েননি কেউ। গ্রামে এখন কেবল ঘর তৈরিই নয়, বাঁধ নির্মাণের কাজও চলছে জোরকদমে। পাশে দাঁড়িয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও। রাতদিন চলছে সহায়তা ও ত্রাণ বিতরণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধীরে ধীরে ফিরছে জীবনের ছন্দ। ধ্বংসস্তূপের মধ্যেও বেদগাড়ার মানুষের চোখে ফুটে উঠেছে এক চিলতে হাসি। যা জানান দিচ্ছে, বিপর্যয় যতই ভয়ঙ্কর হোক, মানবিকতার আলো এখনও নিভে যায়নি। সেই আলোই আজ নতুন করে জাগিয়ে তুলছে পুনর্জীবনের আশার প্রতিশ্রুতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 10, 2025 6:18 PM IST