Mahakumbh 2025: 'মা ফেরেনি' মানতেই চায় না অবুঝ ছেলে, কুম্ভের ভিড়ে স্ত্রীকে হারিয়ে বাড়ি ফিরলেন অসহায় স্বামী
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
উত্তরপ্রদেশের প্রয়োগরাজের মহাকুম্ভের বিপর্যয়ে নিখোঁজ জলপাইগুড়ির বেলাকোবার এক মহিলা
প্রয়াগরাজ: বুধবার উত্তর প্রদেশ সরকার মহাকুম্ভে পদপৃষ্ট এবং মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়েছে। মহাকুম্ভর ডিজি বৈভব কুমার সরকারিভাবে জানিয়েছেন, মঙ্গলবার রাতে কুম্ভস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। জখম হয়েছেন ৯০ জন। মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ডিজি বৈভব কুমার। জানা গিয়েছে, মৌনী অমাবস্যায় ‘অমৃত স্নান’ করার হুড়োহুড়ি শুরু হয় তিন নদীর সঙ্গমে। তাতেই ঘটে বিপত্তি। ঘটনায় বহু পুণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছিল। অবশেষে ৩০ জনের মৃত্যুর খবর জানিয়ে দেওয়া হয় সরকারি তরফে।
উত্তরপ্রদেশের প্রয়োগরাজের মহাকুম্ভের বিপর্যয়ে নিখোঁজ জলপাইগুড়ির বেলাকোবার এক মহিলা। পরিবার সূত্রে জানা যায়, বছর ৫৫-র রেশমেই মেহেরের খোঁজ মিলছে না। মহিলার বাড়ি জলপাইগুড়ি জেলার বেলাকোবার শিকারপুরের চা-বাগান এলাকায়। গত ২৭ জানুয়ারি রেশমেই মেহের স্থানীয় কয়েকজন প্রতিবেশী ও স্বামীর সঙ্গে মহাকুম্ভে স্নানের উদ্দেশ্য রওনা দেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। গত বুধবার প্রয়াগরাজ পৌঁছে স্নানের উদ্দেশ্যে গঙ্গায় যান । এরপরই ঘটে যায় ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা। ওই বিপর্যয়ের পর থেকে মহিলার আর খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বামী-সহ প্রতিবেশীরা। অনেক খোঁজাখুজির পরও তাঁর সন্ধান মেলেনি। মহিলার ছেলে জানিয়েছেন, ” বুধবার স্নানের পর থেকে মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে একাই ফিরতে হয়েছে বাড়িতে।”
advertisement
সুরজিৎ দে
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 1:35 PM IST

