Lok Sabha Election 2024: মমতার সভা থাকলেই ট্রাই সাইকেল নিয়ে হাজির হয়ে যান অজিত, অসুস্থতাও দমিয়ে রাখতে পারে না

Last Updated:

Lok Sabha Election 2024: তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক তিনি। দীর্ঘদিন ধরেই বালুরঘাট লোকসভার বিভিন্ন এলাকার দলীয় জনসভায় পৌঁছে যান সঙ্গী ট্রাই সাইকেলে করে

+
অজিত

অজিত মন্ডল 

দক্ষিণ দিনাজপুর: পায়ে জোর না থাকলেও মনের জোর ষোল আনা। আর এই মনের জোরকে অবলম্বন করেই মুখ্যমন্ত্রীর প্রতিটা জনসভাতেই হাজির হন অজিত নাথ মণ্ডল। ট্রাই সাইকেলে করেই তিনি ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভায়।
তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক তিনি। দীর্ঘদিন ধরেই বালুরঘাট লোকসভার বিভিন্ন এলাকার দলীয় জনসভায় পৌঁছে যান সঙ্গী ট্রাই সাইকেলে করে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ব্রতীসংঘ এলাকার বাসিন্দা পেশায় বেকারি ব্যাবসায়ী অজিত নাথ মণ্ডল। এই ট্রাই সাইকেলের উপর ভরসা করেই তিনি লোকসভা ভোটের প্রতিটি জনসভায় উপস্থিত হন। এমনকি এই তীব্র গরম’ও তাঁর উদ্যমকে দমিয়ে দিতে পারেনি। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে বিভিন্ন বিধানসভা এলাকায় আয়োজিত সমাবেশে ট্রাই সাইকেলকে সঙ্গী করেই উপস্থিত হচ্ছেন অজিতবাবু। তার এই উদ্যাম দেখে চমৎকৃত অন্যান্য কর্মী সমর্থকরা।
advertisement
advertisement
জেলার যে প্রান্তেই সভা হোক না কেন ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে তিনি হাজির হবেন‌ই। এবারও বিপ্লব মিত্রের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হাজির হয়েছিলেন অজিত বাবু তার আগে নিজের শরীরটা ভালো না থাকা সত্ত্বেও পরিজনরা তাকে বাড়িতে আটকে রাখতে পারেননি তিনি ঠিক হাজির হয়ে যান সেখানে। এই প্রসঙ্গে বলতে গিয়ে দল এবং তৃণমূল নেত্রীর প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালবাসার কথা জানান এই ব্যবসায়ী।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: মমতার সভা থাকলেই ট্রাই সাইকেল নিয়ে হাজির হয়ে যান অজিত, অসুস্থতাও দমিয়ে রাখতে পারে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement