Lok Sabha Election 2024: গঙ্গা ভাঙনে কাজ করবে কে? প্রার্থীদের খোলা চিঠি দুর্গতদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ভাঙন প্রতিরোধে শুকনো প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতরা। তাঁদের অভিযোগ, ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে কাজের কাজ কিছু হয় না
মালদহ: গঙ্গা ভাঙন মালদহের এক বিরাট সমস্যা। প্রায় প্রতিবছরই বর্ষাকালে গঙ্গা ভাঙনে সর্বহারা হন এখানকার বহু মানুষ। এই ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থার দাবি বারবার তোলা হলেও এখনও সেভাবে কোনও সুরাহা করা হয়নি। সরকারিভাবে কোনও সুব্যবস্থা এখনও পর্যন্ত করা হচ্ছে না ভাঙন কবলিত এলাকার দুর্গতদের জন্য।
গত ৫-৬ বছর ধরে লাগাতার ভাঙনের জেরে মালদহের মানিকচক, রতুয়া ও কালিয়াচক-৩ ব্লকের একাধিক গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষ ভিটে-মাটি হারিয়ে সর্বশ্রান্ত হয়েছেন। এই অঞ্চলের প্রায় পাঁচ হাজার বাসিন্দার বাড়িঘর গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে। অথচও এখনও তাঁদের কোনওরকম পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, যেটুকু পারছে রাজ্য সরকার কাজ করছে। গত দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। যেটুকু কাজ হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগেই হচ্ছে।
advertisement
advertisement
তবে এই নদী ভাঙন সমস্যার সম্প্রতি কালের নয়। ফারাক্কা ব্যারেজ তৈরির পর থেকেই মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গঙ্গার ভাঙন শুরু হয়েছে যা দিন দিন আরও ব্যাপক আকার ধারণ করছে। এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ মানুষ ভাঙনের কবলে পড়েছেন। তারপরও প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন বা ভাঙন রোধে কাজের সঠিক উদ্যোগ গ্রহণ করা হয়নি। বহুবার ভাঙন কবলিত এলাকার মানুষ আন্দোলন করেছেন তারপরও কোনও সুরাহা হয়নি।
advertisement
এদিকে নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ভাঙন প্রতিরোধে শুকনো প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতরা। তাঁদের অভিযোগ, ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে কাজের কাজ কিছু হয় না। এই প্রসঙ্গে দক্ষিণ মালদহ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী বলেন, এর আগের সাংসদ ভাঙন রোধের কাজের জন্য অনেক ফান্ড নিয়ে এসেছিলেন। কিন্তু বর্তমানে রাজ্য ও কেন্দ্রে আলাদা সরকার হওয়ায় ঠিকমত কাজ হচ্ছে না। এখন কে কাজ করবে, তা নিয়ে ভোটের মরশুমে বিবাদে মেতে উঠেছে রাজনৈতিক দলগুলি।
advertisement
এই পরিস্থিতিতে ভাঙন সমস্যা থেকে মুক্তি পেতে মালদহে মানুষ সবকটি রাজনৈতিক দলের প্রার্থীদের খোলা চিঠি দিয়েছেন। তাঁদের দাবি, কোনও রাজনৈতিক টানাপোড়ান নয়, ভোটে যেই জিতুন না কেন ভাঙন-কবলিত এলাকার দুর্গতদের সঠিক পুনর্বাসন ও ভাঙন রোধে স্থায়ী বন্দোবস্ত করতে হবে। গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন কমিটির সদস্য মোশারেফুল আনোয়ার বলেন, কেন্দ্র-রাজ্য সরকার একে অপরের দোষারোপ করে। কিন্তু আমরা কিছুই চাই না। আমাদের একটাই দাবি, ভাঙন প্রতিরোধে স্থায়ী কাজ করা হোক। দূর্গতদের পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। তাই যে সকল প্রার্থীরা আমাদের কাছে ভোট চাইতে আসছে আমরা তাঁদেরকে খোলা চিঠি দিচ্ছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে ভাঙন কবলিত এলাকাগুলিতে যে কাজ হচ্ছে তা অবৈজ্ঞানিক পদ্ধতিতে হওয়ায় সরকারি টাকার অপচয় হচ্ছে। তাঁদের দাবি, বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কাজ করতে হবে। এছাড়াও এলাকার যে সমস্ত দুর্গতরা এখনও পুনর্বাসন পাননি তাঁদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 11:52 PM IST