Tea Tourism: চা পর্যটন! পূর্ণিমার চাঁদের আলোয় মুনলাইট টি-প্লাক দেখতে উপচে পড়ল ভিড়
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
দোল পূর্ণিমা শুভ লগ্নের রাতে সেই চা পাতার তোলার দৃশ্য এবারেও দেখা গেল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি ধাপের টুংলাবুংতে। সেই চা পাতা তোলার দৃশ্য চাক্ষুষ করতে নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে বহু পর্যটক ও উৎসাহী ছুটে আসেন
কালিম্পং: পূর্ণিমার চাঁদের আলোয় তোলা চা পাতার স্বাদ অতুলনীয়। পৃথিবীতে সবচেয়ে বেশি দামি চায়ের মধ্যে জায়গা করে নিয়েছে দার্জিলিং ও ডুয়ার্সের মুনলাইট টি-প্লাক। বহির্বিশ্বে এই চায়ের চাহিদাও তুঙ্গে।
দোল পূর্ণিমা শুভ লগ্নের রাতে সেই চা পাতার তোলার দৃশ্য এবারেও দেখা গেল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি ধাপের টুংলাবুংতে। সেই চা পাতা তোলার দৃশ্য চাক্ষুষ করতে নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে বহু পর্যটক ও উৎসাহী ছুটে আসেন টুংলাবুং চা বাগানে। সেইসঙ্গে দেশীয় পর্যটকরা তো ছিলেনই। মুনলাইট টি-প্লাক পর্যটনের উদ্যোগী রাজ বসুর বক্তব্য, পূর্ণিমার রাতে বিশেষ মুহূর্তে তোলা চায়ের স্বাদ অন্যান্য। সেই কারণে পূর্ণিমার আলোতে রাতের বেলা চা পাতা তোলা হয়। পর্যটকরা এই দৃশ্য চাক্ষুষ করতে পেরে জারপনাই খুশি হয়েছেন। ভারতের পাশাপাশি বাংলাদেশ, ভুটান, নেপালের মত দেশ থেকেও পর্যটকেরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার থেকে আসা পর্যটক প্রশান্ত সরকার বলেন, আমরা পূর্ণিমার রাতে চা পাতা তোলার খবর পেয়ে এসেছি। দারুণ উপভোগ করলাম। চা বাগানের অন্যতম কর্মকর্তা মালিক খড়কা বাহাদুর ছেত্রি বলেন, আমরা সকলকেই জৈব পদ্ধতিতে ইউনিক চা উপহার দিতে চাই। তাই এই উদ্যোগ। শুধু চা পাতা তোলাই নয়, পর্যটকদের জন্য থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। সেখানে স্থানীয় লোকসংস্কৃতি তুলে ধরা হয়। আয়োজক সৌগত বড়ুয়া, সৈকত ঘোষ, অধীর ঘোষালদের দাবি- চা শিল্পের সঙ্গে পর্যটনকে যুক্ত করার জন্যই এই উদ্যোগ। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 9:28 PM IST