Tea Tourism: চা পর্যটন! পূর্ণিমার চাঁদের আলোয় মুনলাইট টি-প্লাক দেখতে উপচে পড়ল ভিড়

Last Updated:

দোল পূর্ণিমা শুভ লগ্নের রাতে সেই চা পাতার তোলার দৃশ্য এবারেও দেখা গেল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি ধাপের টুংলাবুংতে। সেই চা পাতা তোলার দৃশ্য চাক্ষুষ করতে নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে বহু পর্যটক ও উৎসাহী ছুটে আসেন

উত্তরের চায়ের আর‌ও স্বাদ আনতে অভিনব উদ্যোগ
উত্তরের চায়ের আর‌ও স্বাদ আনতে অভিনব উদ্যোগ
কালিম্পং: পূর্ণিমার চাঁদের আলোয় তোলা চা পাতার স্বাদ অতুলনীয়। পৃথিবীতে সবচেয়ে বেশি দামি চায়ের মধ্যে জায়গা করে নিয়েছে দার্জিলিং ও ডুয়ার্সের মুনলাইট টি-প্লাক। বহির্বিশ্বে এই চায়ের চাহিদাও তুঙ্গে।
দোল পূর্ণিমা শুভ লগ্নের রাতে সেই চা পাতার তোলার দৃশ্য এবারেও দেখা গেল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের পাহাড়ি ধাপের টুংলাবুংতে। সেই চা পাতা তোলার দৃশ্য চাক্ষুষ করতে নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে বহু পর্যটক ও উৎসাহী ছুটে আসেন টুংলাবুং চা বাগানে। সেইসঙ্গে দেশীয় পর্যটকরা তো ছিলেনই। মুনলাইট টি-প্লাক পর্যটনের উদ্যোগী রাজ বসুর বক্তব্য, পূর্ণিমার রাতে বিশেষ মুহূর্তে তোলা চায়ের স্বাদ অন্যান্য। সেই কারণে পূর্ণিমার আলোতে রাতের বেলা চা পাতা তোলা হয়। পর্যটকরা এই দৃশ্য চাক্ষুষ করতে পেরে জারপনাই খুশি হয়েছেন। ভারতের পাশাপাশি বাংলাদেশ, ভুটান, নেপালের মত দেশ থেকেও পর্যটকেরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার থেকে আসা পর্যটক প্রশান্ত সরকার বলেন, আমরা পূর্ণিমার রাতে চা পাতা তোলার খবর পেয়ে এসেছি। দারুণ উপভোগ করলাম। চা বাগানের অন্যতম কর্মকর্তা মালিক খড়কা বাহাদুর ছেত্রি বলেন, আমরা সকলকেই জৈব পদ্ধতিতে ইউনিক চা উপহার দিতে চাই। তাই এই উদ্যোগ। শুধু চা পাতা তোলাই নয়, পর্যটকদের জন্য থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন‌ও। সেখানে স্থানীয় লোকসংস্কৃতি তুলে ধরা হয়। আয়োজক সৌগত বড়ুয়া, সৈকত ঘোষ, অধীর ঘোষালদের দাবি- চা শিল্পের সঙ্গে পর্যটনকে যুক্ত করার জন্যই এই উদ্যোগ। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Tourism: চা পর্যটন! পূর্ণিমার চাঁদের আলোয় মুনলাইট টি-প্লাক দেখতে উপচে পড়ল ভিড়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement