Darjeeling News: প্রাচীন পাহাড়ি জনজাতি লিম্বু! তাঁদের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে পাহাড়ে বিরাট আয়োজন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
North Bengal news: উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শৈলশহর দার্জিলিং। এই জায়গায় যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমন বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস। বিভিন্ন জাতি তাঁদের সংস্কৃতি আচার-আচরণ সমস্ত কিছুই জায়গা করে নেয় সকলের মনে। পাহাড়ের বহু পুরনো জনজাতি লিম্বু।
দার্জিলিং: উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শৈলশহর দার্জিলিং। এই জায়গায় যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমন বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস। বিভিন্ন জাতি তাঁদের সংস্কৃতি আচার-আচরণ সমস্ত কিছুই জায়গা করে নেয় সকলের মনে। পাহাড়ের বহু পুরনো জনজাতি লিম্বু।
লিম্বু জনজাতির মানুষ মূলত পূর্বাঞ্চলীয় ভারত বিশেষত সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম এবং নেপালের কিছু অংশে বসবাস করেন। তাদের ভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি, এবং আচার-আচরণ রয়েছে। ইতিহাস মতে, তাঁরা মঙ্গোলয়েড গোষ্ঠী থেকে এসেছে। তাঁদের সংস্কৃতি, ভাষা, ধর্মীয় আচার-আচরণ প্রভৃতি অনেকটাই একক এবং ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। লিম্বুদের প্রধান ভাষা লিম্বু ভাষা, যা তিব্বত-বর্মী ভাষা পরিবারের অন্তর্গত। এটি তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রসঙ্গে অরবিন্দ লিম্বু জানান, লিম্বু জনজাতির মধ্যে ধর্মীয় বিশ্বাসগুলি বেশ বৈচিত্র্যময়। তারা মূলত প্রাক-হিন্দু ধর্ম অনুসরণ করে, যেখানে প্রকৃতির শক্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
advertisement
advertisement
লিম্বু সমাজে বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। তাদের বিবাহ প্রথা প্রথাগতভাবে অনুষ্ঠিত হয় এবং এতে অনেক ঐতিহ্য ও আচার রয়েছে। সাধারণত, লিম্বুদের মধ্যে বিয়ে একে অপরের মধ্যে পরিচিত বা একই সমাজের মধ্যে হয়ে থাকে। বিবাহের সময় বিভিন্ন ধরনের নাচ-গান, আনন্দ-উৎসবের আয়োজন করা হয়।
advertisement
লিম্বুদের ঐতিহ্যবাহী পোশাক অত্যন্ত রঙিন এবং সুন্দর। পুরুষরা সাধারণত গোমো নামে পরিচিত এক ধরনের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, যা একটি ধরনের লম্বা কোটের মতো। মহিলারা চোরা এবং পিপেলি নামে পরিচিত পোশাক পরেন, যা তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের প্রতীক। লিম্বুদের সাংস্কৃতিক জীবনে নৃত্য ও সঙ্গীত বিশেষ স্থান দখল করে। তাদের নৃত্য-গানগুলির মধ্যে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী নাচে তাদের সুখ-দুঃখ, প্রকৃতি, এবং জীবনযাত্রার অভিব্যক্তি প্রকাশ পায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 5:15 PM IST
