Leopard Caught: ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই তীব্র গর্জন! ছুটে গিয়ে চা শ্রমিকরা যা দেখলেন...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Leopard Caught: রাতেই চা বাগানে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়েছিলেন। অবশ্য আগে থেকেই চা বাগানের মধ্যে বন দফতরের পক্ষ থেকে খাঁচা পেতে রাখা হয়েছিল
জলপাইগুড়ি: বৃষ্টি থামছেই না উত্তরবঙ্গে। এরই মধ্যে জারি আছে চিতাবাঘের আতঙ্ক। এবার বৃষ্টির মধ্যেই খাঁচাবন্দি হল চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি চা বাগানের ২২ নম্বর সেকশনে
রাতেই চা বাগানে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়েছিলেন। অবশ্য আগে থেকেই চা বাগানের মধ্যে বন দফতরের পক্ষ থেকে খাঁচা পেতে রাখা হয়েছিল। রাতে চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে কয়েকজন শ্রমিক চা বাগানে গিয়ে দেখেন ২২ নম্বর শেকশনে খাঁচার মধ্যে ধরা পড়েছে একটি চিতাবাঘ। তড়িঘড়ি চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে বন দফতরকে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
খবর পেয়ে বনকর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে নিয়ে যান। জানা গেছে চিতাবাঘটির শারীরিক পরীক্ষার পর সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই মেটেলি চা বাগানে চিতাবাঘের উপদ্রব বেড়ে যাওয়ায় চা বাগানের অনুরোধে খাঁচা পাতে বন দফতর। এদিকে চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2024 1:38 PM IST