Fire Incident: ভিমরুলের চাকে আগুন লাগাতে গিয়ে পুড়ে ছাই গোটা কারখানা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Fire Incident: খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে এসেছিল। যদিও ততক্ষণে বহুতলের উপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়
শিলিগুড়ি: বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভিমরুলের চাকে আগুন লাগাতে গিয়ে বীরভূমে পুড়ে গেল গোটা কারখানা! ঘটনায় আতঙ্ক ছড়াল শিলিগুড়ি শহর লাগোয়া মাঝাবাড়ি এলাকায়। শেষে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে এসেছিল। যদিও ততক্ষণে বহুতলের উপরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।প্রাথমিকভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ মাঝাবাড়ি এলাকায় একটি বহুতলে আগুন লাগে। আগুন লাগার সঠিক কারণ স্পষ্ট না হলেও জানা গিয়েছে, ভিমরুলের চাকে আগুন ধরিয়ে তা নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
এদিকে দমকলের পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি জানান, আগুন কীভাবে লাগল বোঝা যাচ্ছে না। কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা অমিত রায় জানান, ওইখানে স্টিল ফার্নিচারের কারখানা ছিল। বহুদিন তাদের কারখানার গোডাউনে ভিমরুল বাসা বেঁধেছিল। সেই ভীমরুলের চাক আগুন দিয়ে নষ্ট করতে গিয়েছিল কারখানারই দুই কর্মচারী। সেখান থেকেই সম্ভবত আগুন লেগে যায় গোটা কারখানায়।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2024 12:46 PM IST