Darjeeling News: শীতের আমেজে টয় ট্রেনে চেপে শৈলশহর ঘোরার ইচ্ছে? এখনই জেনে নিন ট্রেনের সময়সীমা
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Darjeeling News: দার্জিলিং স্টেশন থেকে টয়ট্রেনের চেপে শহরের অলিগলি হয়ে বাতাসিয়া লুপ তারপর পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, সব কিছুরই আনন্দ নিতে পারবেন
দার্জিলিং: চারিদিকে সবুজে ঘেরা পাহাড়-জঙ্গল-নদীর অপরূপ সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের মনমুগ্ধ করা শৈলশহর দার্জিলিং। দার্জিলিং মানেই সবুজে ঘেরা চা বাগান বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন থেকে শুরু করে স্থানীয় মানুষদের হাতের তৈরি সুস্বাদু সেই মোমো। অনেকেরই ইচ্ছে থাকে জীবনে একবার হলেও শিলিগুড়ি থেকে টয়ট্রেনে চেপে দার্জিলিং ভ্রমণ। জঙ্গলে ঘেরা আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে যখন পাহাড়ের বুক চিরে ছুটে চলে টয়ট্রেন তখন বসে চারদিকের পাহাড়ের দৃশ্য যেন মন মুগ্ধ করে পর্যটকদের। তবে এই জয় রাইড অনেকটা সময় সাপেক্ষ হওয়ায় অনেকের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না।
দার্জিলিং স্টেশন থেকে টয়ট্রেনের চেপে শহরের অলিগলি হয়ে বাতাসিয়া লুপ তারপর পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম, সব কিছুরই আনন্দ নিতে পারবেন। এবার সেই জয় রাইড করতেই শৈলশহরের আবেগ দার্জিলিং স্টেশনে পর্যটকদের উপচে পড়া ভিড়। ট্রেনের সময়সীমা কী? সকাল ৯ঃ২৫ থেকে শুরু হয় প্রথম জয় রাইড। এবং শেষ জয় রাইড এর ট্রেন রয়েছে ৩:৪৫ নাগাদ।
advertisement
প্রথম ট্রেনটি স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন এবং দ্বিতীয় ট্রেনটি ডিজেল ইঞ্জিন চালিত টয়ট্রেন। এভাবেই সারাদিনে মোট আটটি টয়ট্রেন শহরের বুকে ছুটে চলে। দুটি ট্রেনের মধ্যে সময়ের অন্তর থাকে ১০ মিনিট। প্রত্যেক দুই ঘণ্টা অন্তর অন্তর একটি স্টিম ইঞ্জিন এবং একটি ডিজাইন ইঞ্জিন চালিত টয়ট্রেনাইটের উদ্দেশ্যে রওনা হয়। স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের ভাড়া ১৫০০ টাকা জন প্রতি এবং ডিজেল ইঞ্জিন চালিত ট্রেনের ভাড়া ১০০০ টাকা জন প্রতি। সুদূর নেদারল্যান্ড থেকে ঘুরতে আসা অ্যালেনইয়াম বলেন, “জায়গাটি সত্যিই অসাধারণ এবং দেখে খুব ভালো লাগছে মানুষ এই জয়রাইড দারুণ ভাবে উপভোগ করছে।”
advertisement
advertisement
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী স্টিম ইঞ্জিন চালিত টয়ট্রেন যেন এক বাড়তি পাওনা। সেই অনুভূতিটা যেন বরাবরই মন জয় করে দেশ বিদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের।
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2024 7:38 PM IST









