West Bengal News: 'ডিসেম্বর মাসের শেষেই হবে', এবার শীর্ষ কেএলও নেতার দাবিতে বাংলা নিয়ে তুমুল জল্পনা

Last Updated:

West Bengal News: ডিসেম্বর মাসে খেলা হবে, ঘোষণা হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চল, দাবি কেএলও- র শীর্ষ নেতা মালখানের।

মালখানের দাবিতে তোলপাড়
মালখানের দাবিতে তোলপাড়
 সেবক দেবশর্মা, মালদহ:- এবার কেএলও নেতা মালখান সিংয়ের মুখেও "ডিসেম্বর" মাসের কথা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে খেলা হবে। ডিসেম্বরের শেষে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হয়ে যাবে বলে দাবি কে এল ওর অন্যতম শীর্ষ নেতার। একইসঙ্গে পুলিশ হেফাজতে  রাখা হলে অনশন করবেন বলেও হুমকি দেন মালখান। বামনগোলায় এক জমি সংক্রান্ত পুরনো মামলায় মালদহ আদালতে পেশ করার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মালখান সিং চিৎকার করে বলতে থাকেন, ডিসেম্বরের শেষ সপ্তাহেই খেলা হবে। ডিসেম্বরেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হয়ে যাবে বলেও স্পষ্ট করে দেন এই কেএলও নেতা। তিনি পরিষ্কার জানিয়ে দেন ‘আমি রাজ্যভাগের পক্ষে।’
পুলিশের ভূমিকা নিয়েও এদিন সরব হন এই কে এল ও নেতা।মালখান সিংয়ের এক আত্মীয় প্রবীর বর্মন বলেন, বেশ কিছুদিন আগে পাকুয়াহাট কলেজের একটি জমি বিবাদে নাম জড়ায় মালখান সিং-এর। ওই মামলায় তাকে আদালতে পেশ করা হয়েছে। দেওয়া হয়েছে আর্মস কেস। যদিও কালীপুজোর দু-দিন আগে তাঁকে শিলিগুড়ির কাছে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে এসটিএফ।
advertisement
advertisement
এদিকে আদালত চত্বরে দাঁড়িয়ে মালখান সিং স্পষ্ট জানান, ‘আমাকে সিএম অসমে ডেকেছিলেন উত্তরবঙ্গ নিয়ে আলোচনার জন্য। আমি আলোচনাপন্থীদের কেন্দ্রীয় কমিটিতে আছি। আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, পুলিশ আমার বিরুদ্ধে কোনও কিছুই পায়নি। আমার বিরুদ্ধে যা ইচ্ছে কেস দিয়ে দিচ্ছে। আমার বিরুদ্ধে কেস দেওয়ার কোনও জায়গাই নেই। ফালতু ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ। আমাকে যতদিন হেপাজতে রাখবে ততদিন অনশন করব। কারণ আমার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। আমাকে শ্বশুরবাড়ি থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে। ডিসেম্বরের শেষে খেলা দেখতে পাবেন।’
advertisement
এদিকে মঙ্গলবার মালখান সিংকে আদালতে পেশ করা হলে। তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়। তাকে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গ্রেটার নেতা অনন্ত মহারাজ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেন। একাধিক বিজেপি নেতার মুখে শোনা যায় ডিসেম্বর মাসে বড় কিছু ঘটার কথা। এবার মালখানের এই বক্তব্য "ডিসেম্বর" জল্পনায় নতুন মাত্রা যোগ করল বলে মত ওয়াকিবহাল মহলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: 'ডিসেম্বর মাসের শেষেই হবে', এবার শীর্ষ কেএলও নেতার দাবিতে বাংলা নিয়ে তুমুল জল্পনা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement