Mamata Banerjee: 'মানুষের জন্য জীবন দিতে রাজি আছি', 'লক্ষ্মীর ভান্ডার' ইস্যুতে তীব্র আক্রমণ মমতার!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডারের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি মানুষে মানুষে ভেদাভেদ করব না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।''
#কলকাতা: নেতাজি ইন্ডোরের জমির পাট্টা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের একাধিক কর্মকাণ্ড নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রবল আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''অধিকার ছিনিয়ে নিতে হবে। আধার কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবে না, এটা হতে পারে না। মানুষের জন্য জীবন দিতে রাজি আছি।''
শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের কথা তুলে ধরে তিনি বলেন, ''আমি মানুষে মানুষে ভেদাভেদ করব না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের কষ্ট হবে। লক্ষ্মীর ভান্ডারটা নিয়েও কেন্দ্রকে চিঠি লিখেছে। বলছে নাকি কেন্দ্রের টাকা অপব্যবহার করছে। এটা তো রাজ্যের টাকা। দিল্লির সরকারও পারে! সরকার টু সরকার কথা না বলে পার্টি যা বলে সেটাই করে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এবারেও দুয়ারে সরকারে ৫০ লক্ষ মানুষ এসেছেন। আমি চাই প্রতিটা দাবি সহানুভূতির সঙ্গে দেখা হোক। আমি তো আপনাদের জন্য। যত উদ্বাস্তু কলোনি আমরা চিহ্নিত করেছি, সবাইকে পাট্টা দিয়ে দাও। হাতি যদি কাউকে মেরে দেয়, ৫ লক্ষ টাকা দেওয়া হয়। একইসঙ্গে একটা বনকর্মীর চাকরিও পাবে।''
advertisement
এরপর সারের প্রসঙ্গ এনে তিনি বলেন, ''সার নিয়ে কিছু সমস্যা হচ্ছে। চাষিরা সার পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার সার দিচ্ছে না, আমাদের যা চাহিদা ছিল। আমাদের শুধু আলুর জন্য প্রয়োজন। এটা আমরা প্রোডাকশন করি না। আগামী দিনে ভাবতে হবে, এই ধরনের সারের কারখানার ক্ষেত্রে। রাজনৈতিক ভাবে লড়াই চলতে পারে। প্রয়োজন ২ লক্ষ ২০ হাজার মেট্রিক টন, দিয়েছে ৭৭ হাজার মেট্রিক টন। আরে পার্টি পড়ে, আগে তো সরকার, আগে তো মানুষ।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 1:11 PM IST