Mamata Banerjee: 'মানুষের জন্য জীবন দিতে রাজি আছি', 'লক্ষ্মীর ভান্ডার' ইস্যুতে তীব্র আক্রমণ মমতার!

Last Updated:

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডারের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি মানুষে মানুষে ভেদাভেদ করব না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।''

কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার
#কলকাতা: নেতাজি ইন্ডোরের জমির পাট্টা প্রদান অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের একাধিক কর্মকাণ্ড নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রবল আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''অধিকার ছিনিয়ে নিতে হবে। আধার কার্ড না থাকলে লক্ষ্মীর ভান্ডার পাবে না, এটা হতে পারে না। মানুষের জন্য জীবন দিতে রাজি আছি।''
শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের কথা তুলে ধরে তিনি বলেন, ''আমি মানুষে মানুষে ভেদাভেদ করব না। আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের কষ্ট হবে। লক্ষ্মীর ভান্ডারটা নিয়েও কেন্দ্রকে চিঠি লিখেছে। বলছে নাকি কেন্দ্রের টাকা অপব্যবহার করছে। এটা তো রাজ্যের টাকা। দিল্লির সরকারও পারে! সরকার টু সরকার কথা না বলে পার্টি যা বলে সেটাই করে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এবারেও দুয়ারে সরকারে ৫০ লক্ষ মানুষ এসেছেন। আমি চাই প্রতিটা দাবি সহানুভূতির সঙ্গে দেখা হোক। আমি তো আপনাদের জন্য। যত উদ্বাস্তু কলোনি আমরা চিহ্নিত করেছি, সবাইকে পাট্টা দিয়ে দাও। হাতি যদি কাউকে মেরে দেয়, ৫ লক্ষ টাকা দেওয়া হয়। একইসঙ্গে একটা বনকর্মীর চাকরিও পাবে।''
advertisement
এরপর সারের প্রসঙ্গ এনে তিনি বলেন, ''সার নিয়ে কিছু সমস্যা হচ্ছে। চাষিরা সার পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার সার দিচ্ছে না, আমাদের যা চাহিদা ছিল। আমাদের শুধু আলুর জন্য প্রয়োজন। এটা আমরা প্রোডাকশন করি না। আগামী দিনে ভাবতে হবে, এই ধরনের সারের কারখানার ক্ষেত্রে। রাজনৈতিক ভাবে লড়াই চলতে পারে। প্রয়োজন ২ লক্ষ ২০ হাজার মেট্রিক টন, দিয়েছে ৭৭ হাজার মেট্রিক টন। আরে পার্টি পড়ে, আগে তো সরকার, আগে তো মানুষ।''
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'মানুষের জন্য জীবন দিতে রাজি আছি', 'লক্ষ্মীর ভান্ডার' ইস্যুতে তীব্র আক্রমণ মমতার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement