মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি

Last Updated:

সোমবার, মঙ্গলবারের পরেও বুধবারও উত্তপ্ত হল রাজ্য বিধানসভা।

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
#কলকাতা: বিধানসভায় ফের হট্টগোল বিজেপি বিধায়কদের। সার ইস্যুতে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সারের দাম নিয়ে কেন্দ্র, পিএমকে চিঠি লিখেছি। সার কেন্দ্রের নিয়ন্ত্রণে। সার নিয়ে চিঠি লিখেছি। আমরা সার পাচ্ছি না। আমাদের সঙ্গে যে চুক্তি ছিল, তার পরেও এক তৃতীয়াংশ পেয়েছি। এতে চাষীদের সমস্যা আছে। বিরোধীদের বলব কেন্দ্রের মন্ত্রীকে বলুন।
মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে বেরোতেই সারের কালোবাজারির ইস্যুতে বিধানসভায় আলোচনার প্রস্তাব দেয় বিজেপি। কিন্তু প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিধানসভায় হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা।
অধিবেশন কক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতেই পরেই হট্টগোল শুরু বিজেপি বিধায়কদের। বিজেপির দাবি সারের কালোবাজারি নিয়ে আলোচনা করতে হবে। যদিও বিধানসভায় উপস্থিত থাকার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সার আসলে কেন্দ্রের নিয়ন্ত্রণে। সার নিয়ে একাধিকবার চিঠি লিখেছি। চুক্তির পরেও দেখা যাচ্ছে সার পাওয়া যাচ্ছে মাত্র এক-তৃতীয়াংশ। এতে চাষীদের সমস্যা হচ্ছে।
advertisement
advertisement
পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের অনেকের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের যোগাযোগ রয়েছে। তাঁরা যেন বিষয়টি নিয়ে কথা বলেন। ১০০ দিনের কাজের টাকা এবং সার যাতে কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে দিয়ে দেয়। এ নিয়ে বিরোধী বিধায়কদের সরব হওয়া উচিত।
advertisement
কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেই আওয়াজ তুলতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, সারের কালোবাজারি নিয়ে আলোচনা করতে হবে। সারের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলে গেলেন, তা মানতে নারাজ বিজেপি বিধায়করা। ফলে সোমবার, মঙ্গলবারের পরেও বুধবারও উত্তপ্ত হল রাজ্য বিধানসভা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement