বিধানসভার অধিবেশনে প্রতিদিন হাজির হতে হবে, কড়া তৃণমূল কংগ্রেস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বিবৃতি দেওয়ার বিষয়ে সাবধান থাকুন, দলীয় বিধায়কদের নির্দেশ।
আবীর ঘোষাল, কলকাতা: হুটহাট করে কথা না বলা। বিশেষ করে প্রকাশ্যে, মঞ্চে, মিডিয়ায়। ব্যক্তিগত কথা নয় প্রকাশ্যে। অধিবেশনে থাকতেই হবে। সরকারের বিরুদ্ধে এমন কথা বলা যাবে না ৷ যাতে বিড়ম্বনার শিকার হয় দল বা সরকার। নজরে এসেছে, বিধায়করা আসেন না। এলেও সই করে চলে যান ৷ এটা করা যাবে না। এলাকায় সেই সময় অনুষ্ঠান থেকে বিরত থাকুন। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে এমনটাই জানানো হয়েছে সম্প্রতি ৷
ওই বৈঠকেই বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, বিধানসভা অধিবেশনের প্রতি দিন হাজিরা দিতে হবে। তবে বিধানসভার অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি দল যে কারোর ভুলের দায় বহন করবে না তা-ও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর যে ভাবে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছে তার জবাব দেওয়া প্রয়োজন বলেও মনে করেছেন ওই নেতারা। তবে রাজনৈতিক পদাধিকারী বা নির্বাচিত জনপ্রতিনিধি ক্ষমতা ব্যবহার করে যদি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেন, সে ক্ষেত্রে দল তাঁর অপকর্মের দায় বহন করতে যে নারাজ, তা-ও জানানো হয়েছে বৈঠকে।
advertisement
advertisement
সূত্রের খবর, বেশ কয়েক জন বিধায়কের নামে দলের কাছে ইতিমধ্যেই অভিযোগ এসেছে। ওই বৈঠকে উপস্থিত এক বিধায়কের কথায়, ‘‘আমাদের অনেক নেতাই দলের পদ ব্যবহার করে বৈভবশালী জীবনযাপন করছেন। এতে দলের প্রতি বিরূপ ভাবমূর্তি তৈরি হচ্ছে। দল এ সব বরদাস্ত করতে রাজি নয় বলেই শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন।’’ সূত্রের খবর, বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলের মোট ২১৬ জন জনপ্রতিনিধিকেই প্রতি দিন হাজিরা দিতে হবে বিধানসভার অধিবেশনে। এই বিশেষ অধিবেশনে কমপক্ষে ছয় থেকে সাতটি বিল আনা হবে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনও বিধায়ককে অধিবেশন ছেড়ে যেতে হয়, তা হলে পরিষদীয় দলের শীর্ষ নেতৃত্বকে সে কথা জানিয়ে যেতে হবে।
advertisement
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিধায়কদের সাংবাদিকদের কাছে মুখ খুলতে নিষেধ করে দেন। তিনি বলেন, অযথা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। দলীয় শৃঙ্খলা সবার আগে। তা মেনে চলতে হবে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ বিধায়কদের প্রতিদিন অধিবেশনে যোগ দেওয়া উচিত। নিয়ম করে আলোচনায় অংশগ্রহণ করা উচিত। বাকি যা নির্দেশ তা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলব না। ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 11:05 AM IST