Kamakhya Express Accident: মায়ের চিকিৎসা করিয়ে ফিরছিলেন,আর বাড়ি ফেরা হল না...কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু আলিপুরদুয়ারের শুভঙ্করের
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
মা চিত্রা রায়কে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। সেখান থেকেই ফিরছিলেন দু’জনে। দুর্ঘটনায় শুভঙ্করের মৃত্যু হলেও তাঁর মা অক্ষতই রয়েছেন
আলিপুরদুয়ার: ওড়িশার কটকে কামাখ্যা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় একমাত্র একজন যাত্রীর, তিনি বাঙালি। নাম শুভঙ্কর রায় (২২)। শুভঙ্কর আলিপুরদুয়ারের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মা চিত্রা রায়কে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। সেখান থেকেই ফিরছিলেন দু’জনে। দুর্ঘটনায় শুভঙ্করের মৃত্যু হলেও তাঁর মা অক্ষতই রয়েছেন।
মাকে নিয়ে ট্রেনে করে ব্যাঙ্গালুরু থেকে বাড়ি ফিরছিলেন আলিপুরদুয়ার চার নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া নেতাজী রোড এলাকার বাসিন্দা শুভঙ্কর রায়। কিন্তু আর বাড়ি ফেরা হল না। মাঝ-রাস্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল একটা তরতাজা প্রাণ।
দুর্ঘটনার খবর পেয়ে শুভঙ্কের বাড়িতে আসেন পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকরা।আসেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি জানান, “আমরা এই দুর্দিনে পরিবারের পাশে আছি।” শুভঙ্কর একটি বেসরকারি স্টিল ফ্যাক্টরিতে চাকরি করতেন। বাড়িতে শুধু সে ও তাঁর মা থাকতেন। মায়ের হার্টের সমস্যা ছিল। ছেলে তাঁকে বেঙ্গালুরু নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে।
advertisement
advertisement
ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। বেলাইন হয়ে গেল বেঙ্গালুরু থেকে কামাক্ষ্যাগামী এক্সপ্রেস ট্রেন।রেল সূত্রে খবর, ওড়িশার কটক ছেড়ে কেন্দাপাড়ার কাছে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। কটকের মাঙ্গুলিতে আচমকাই বেলাইন হয়ে যায় ট্রেনটি। ট্রেনটির এসি কামরাগুলি লাইনচ্যুত হয়ে যায়। যার মধ্যে বি৯ থেকে বি১৪ কামরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 30, 2025 6:56 PM IST
