Kali Puja 2025: ৫৫ ফুটের মা কালী, ২০ লক্ষ বাজেট! মালদহের প্রত্যন্ত গ্রামের 'এই' পুজোয় ভিন দেশ থেকে ছুটে আসেন ভক্তরা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Kali Puja 2025: প্রত্যন্ত গ্রামের এই পুজো দেখতে শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা ছুটে আসেন। এমনকি ভিন জেলা, ভিনরাজ্য ও পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও বহু ভক্তদের সমাগম ঘটে এখানে।
মালদহ, জিএম মোমিনঃ শুধু জেলা নয়, উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিমার চমক থাকে মালদহের এই প্রত্যন্ত গ্রামে! সেই পুজো দেখতে শহর সহ জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা ছুটে আসেন। জেলার পাশাপাশি ভিন জেলা এমনকি ভিনরাজ্য ও পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও বহু ভক্তদের সমাগম ঘটে গ্রামের এই কালীপুজোয়।
মালদহের ইংরেজবাজার ব্লকের সভানগর গ্রামে ধুমধাম সহিত পূজিতা হন মা উল্কা কালী। উদ্যোক্তাদের কথায়, গ্রামের এক স্কুল শিক্ষক শশাঙ্ক শেখর ঝা মা উল্কা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে এই পুজোর সূচনা হয়। প্রায় ৪৮ বছর ধরে পুজো হয়ে আসছে। পুজো কমিটির সদস্য অসিত স্বর্ণকার জানান, “প্রতিবছরই কালীপুজোয় জেলাবাসীকে চমক দিতে বিশাল আকৃতির মায়ের প্রতিমা তৈরি করা হয়। শুধু জেলা নয়, উত্তরবঙ্গের অন্যতম উঁচু এই প্রতিমা। প্রায় ২০ লক্ষ টাকা বাজেটে প্রতিমা এবং মণ্ডপের সাজসজ্জা তৈরি করা হচ্ছে। এই বছর প্রায় ৫৫ ফুট উঁচু কালী মায়ের প্রতিমা বানানো হচ্ছে। কাজ সম্পন্ন হওয়ার পর কালীপুজোর আগের দিন পুজো উদ্বোধন করা হবে।”
advertisement
আরও পড়ুনঃ ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! মালদহ-দিঘা-সহ একাধিক রুটে একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা
মৃৎশিল্পী বাপি দাস জানান, “প্রায় এক মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। ১২ জন মৃৎশিল্পী এবং অন্যান্য কারিগর মিলে মায়ের প্রতিমা তৈরি করছেন। প্রচুর পরিমাণে গঙ্গার পলিমাটি এনে তৈরি করা হচ্ছে প্রতিমা।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূচনাকালে এই পুজোর প্রতিমার উচ্চতা ছিল দেড় ফুট। তবে সময়ের সঙ্গে দেবীর আকার বদলেছে। বছরের পর বছর প্রতিমার আয়তন বেড়েছে। এই বছর প্রায় ৫৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে। শহরের নামিদামি থিমের পুজোর পাশাপাশি জেলায় বিশেষ নজর কাড়ছে প্রত্যন্ত গ্রামের এই কালীপুজো। প্রতিমার উচ্চতার জন্য উত্তরবঙ্গ সহ রাজ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে মালদহের প্রত্যন্ত গ্রামের এই কালীপুজো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Oct 18, 2025 10:30 PM IST









