Indian Railways: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর! মালদহ-দিঘা-সহ একাধিক রুটে একগুচ্ছ পুজো স্পেশ্যাল ট্রেন ঘোষণা
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Railways: পূর্ব রেলের অধিনস্থ যাত্রীদের সুবিধার্থে পুজো স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন নম্বর ০৩৪৬৫ মালদহ টাউন-দিঘা পুজো স্পেশ্যাল ট্রেন শনিবার মালদহ টাউন স্টেশন থেকে দুপুর ১:১০ মিনিটে ছেড়ে দিঘায় পৌঁছবে রাত ২:০০ মিনিটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনীশ কুমার গুপ্তা জানান, "এই বিশেষ ট্রেনগুলি উৎসবের সময় ভ্রমণের যাত্রীদের চাহিদা মেটাতে সাহায্য করবে এবং যাত্রীদের আরও বেশি সুবিধা প্রদান করবে।" পাশাপাশি তিনি আরও জানান, "স্পেশ্যাল ট্রেনগুলোতে পর্যাপ্ত পরিমাণে কোচ এবং বার্থ রয়েছে। যাত্রীদের অনুরোধ থাকবে যেন তারা যাত্রা পরিকল্পনা করে আগে থেকে টিকিট বুক করে রাখেন। যাতে আরামদায়ক ভ্রমণ হয় যাত্রীদের।"







