মহিলাকে কুরুচিকর মেসেজ করে চাকরির টোপ! আটক তৃণমূল জেলা ছাত্র সভাপতি
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
অভিযোগ, সভা চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী ওই মহিলার স্বামী ও বাকিদের উপর চড়াও হন। তনয় তালুকদার এর আগেও অনেক মহিলাকে এ ধরনের কুপ্রস্তাব দিয়েছেন।
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: এক মহিলাকে কুরুচিকর মেসেজ করার অভিযোগে আটক তৃণমূল কংগ্রেস জেলার ছাত্র সভাপতি তনয় তালুকদার। জানা গিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর মেসেজ করত অভিযুক্ত তৃণমূল নেতা। বিষয়টি মহিলার স্বামী জানতে পারেন। গভীর রাতে অভিযুক্ত হাতের কাছে পেয়ে মারধর করে। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা শিলিগুড়ি সংলগ্ন লোয়ার বাগডোগরা এলাকায় । অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করেছে পুলিশ ৷
পরে বাগডোগরা থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। স্থানীয় যুবক বিরু ঘোষ জানান রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এর আগেও অনেক মহিলাকে এ ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। তার কঠোর শাস্তি হওয়া দরকার।
advertisement
advertisement
আরও পড়ুন- মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল…শিউরে উঠবেন
তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি তনয় তালুকদারের বিরুদ্ধে অভিযোগ, এক বিবাহিত মহিলাকে প্রথমে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেন তিনি ৷ পরে ওই মহিলাকে দল করার পরিবর্তে চাকরির প্রতিশ্রুতি দেন ছাত্রনেতা ৷ অভিযোগ, এর কয়েকদিন পর থেকে যুবতীকে আপত্তিকর মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিতে শুরু করেন তনয় তালুকদার ৷ পরে পুরো বিষয়টি স্বামীকে জানান ওই মহিলা ৷
advertisement
সোমবার বিষয়টি নিয়ে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে সালিশি সভা হয় । অভিযোগ, সভা চলাকালীন বেশ কিছু তৃণমূল কর্মী ওই মহিলার স্বামী ও বাকিদের উপর চড়াও হন । ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তৃণমূলের ছাত্রনেতাকে মারতে শুরু করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ । অভিযুক্ত ছাত্রনেতাকে আটক করা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 5:58 PM IST