মেয়েটির প্রেমে পড়েছিল সাপ? ৫ বছরে ১১ বার কামড়! শেষে যা জানা গেল...শিউরে উঠবেন

Last Updated:
Snake in Love: সাপের ছোবলে বিরক্ত হয়ে উঠেছিল পরিবার। বার বার শিকার হচ্ছে তাঁদের মেয়ে! কেন? বিজ্ঞানের সাহায্য নিয়ে লাভ হয়নি, ওঝার পরামর্শও নিয়েছেন তাঁরা। এতেও সাপ ছাড়েনি মেয়েটিকে। মাথায় হাত সকলের। তার পরে জানা গেল আসল ঘটনা।
1/6
 কালো বিড়ালের পর রহস্যময় বামন সাপ নিয়ে চর্চা চমকে দিয়েছে সবাইকে। রহস্যময় বামন সাপটি একটি অল্পবয়সী মেয়ের জীবনের শত্রু হয়ে ওঠে এবং তাকে এমনভাবে তাড়া করতে শুরু করে যে এটি তাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, প্রায় ১১ বার তার শিকারে পরিণত করেছিল।
কালো বিড়ালের পর রহস্যময় রহস্যময় বামন সাপটি একটি অল্পবয়সী মেয়ের জীবনের শত্রু হয়ে ওঠে এবং তাকে এমনভাবে তাড়া করতে শুরু করে যে এটি তাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, প্রায় ১১ বার তার শিকারে পরিণত করেছিল।
advertisement
2/6
বামন সাপের ছোবলে বিরক্ত হয়ে উঠেছিল পরিবার। বার বার শিকার হচ্ছে তাঁদের মেয়ে! কেন? বিজ্ঞানের সাহায্য নিয়ে লাভ হয়নি, ওঝার পরামর্শও নিয়েছেন তাঁরা। এতেও সাপ ছাড়েনি মেয়েটিকে। মাথায় হাত সকলের। তার পরে জানা গেল আসল ঘটনা।
বামন সাপের ছোবলে বিরক্ত হয়ে উঠেছিল পরিবার। বার বার শিকার হচ্ছে তাঁদের মেয়ে! কেন? বিজ্ঞানের সাহায্য নিয়ে লাভ হয়নি, ওঝার পরামর্শও নিয়েছেন তাঁরা। এতেও সাপ ছাড়েনি মেয়েটিকে। মাথায় হাত সকলের। তার পরে জানা গেল আসল ঘটনা।
advertisement
3/6
উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের মহোবা জেলায় এই খবর আলোচনায় আসার পর অনেকেই বলছেন, মেয়েটির প্রেমে পাগল হয়ে গেছে সাপ। মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বললে তিনি পুরো বিষয়টি পরিষ্কার করে বলেন, এ ধরনের ঘটনা সম্ভব নয়। নির্যাতিতা মেয়েটির কিছু মানসিক অসুস্থতা রয়েছে যার কারণে এমন ঘটনা সামনে আসছে।
উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের মহোবা জেলায় এই খবর আলোচনায় আসার পর অনেকেই বলছেন, মেয়েটির প্রেমে পাগল হয়ে গেছে সাপ। মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বললে তিনি পুরো বিষয়টি পরিষ্কার করে বলেন, এ ধরনের ঘটনা সম্ভব নয়। নির্যাতিতা মেয়েটির কিছু মানসিক অসুস্থতা রয়েছে যার কারণে এমন ঘটনা সামনে আসছে।
advertisement
4/6
পরিবারের উচিত মেয়েটিকে ক্লিনিকে নিয়ে আসা এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা করানো। মনোরোগ বিশেষজ্ঞ জানান, এ সবই কুসংস্কার। এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে মানুষকে দূরে থাকতে এবং সচেতন হতে হবে।
পরিবারের উচিত মেয়েটিকে ক্লিনিকে নিয়ে আসা এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে চিকিৎসা করানো। মনোরোগ বিশেষজ্ঞ জানান, এ সবই কুসংস্কার। এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে মানুষকে দূরে থাকতে এবং সচেতন হতে হবে।
advertisement
5/6
ঘটনাটি আসলে চরখারি তহসিল এলাকার পঞ্চমপুরা গ্রামের। দলপত আহিরওয়ারের ১৯ বছর বয়সী মেয়ে রোশনি ২০১৯ সালে প্রথমবার এই সাপের ছোবল খায়। কৃষিকাজ করছিল সে জমিতে, যখন রোশনি একটি বিষাক্ত সাপের লেজে পা দেয় এবং ঠিক সেই মুহূর্তে বিষাক্ত সাপ ছোবল দেয়।
ঘটনাটি আসলে চরখারি তহসিল এলাকার পঞ্চমপুরা গ্রামের। দলপত আহিরওয়ারের ১৯ বছর বয়সী মেয়ে রোশনি ২০১৯ সালে প্রথমবার এই সাপের ছোবল খায়। কৃষিকাজ করছিল সে জমিতে, যখন রোশনি একটি বিষাক্ত সাপের লেজে পা দেয় এবং ঠিক সেই মুহূর্তে বিষাক্ত সাপ ছোবল দেয়।
advertisement
6/6
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে প্রাণ বাঁচে রোশনির, কিন্তু বামন কালো সাপ তাকে হত্যা করতে উদ্যত হয়। বিষাক্ত সাপটি মেয়েটির পিছনে লেগেছিল যেন প্রেমিক তার প্রেমিকার প্রেমে পাগল। মেয়েটি যেখানেই গেছে, সাপ তার পিছনে পড়েছিল বলে জানা যায়। এর পরেই শুরু হয় চর্চা।
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে প্রাণ বাঁচে রোশনির, কিন্তু বামন কালো সাপ তাকে হত্যা করতে উদ্যত হয়। বিষাক্ত সাপটি মেয়েটির পিছনে লেগেছিল যেন প্রেমিক তার প্রেমিকার প্রেমে পাগল। মেয়েটি যেখানেই গেছে, সাপ তার পিছনে পড়েছিল বলে জানা যায়। এর পরেই শুরু হয় চর্চা।
advertisement
advertisement
advertisement